রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ০৮:০২:১৯

রোহিতের পর এবার শেখর ধাওয়ানকেও ফেরালেন শফিউর

রোহিতের পর এবার শেখর ধাওয়ানকেও ফেরালেন শফিউর

স্পোর্টস ডেস্ক : সিরিজে ১-১ সমতা। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যে দল জিতবে, তারাই হাতে তুলবে সিরিজের ট্রফি। এমনই এক সমীকরণ মাথায় নিয়ে নাগপুরে মুখোমুখি বাংলাদেশ-ভারত।

দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে ভারত প্রতিশোধ নিয়ে নেয় পরের ম্যাচেই। রাজকোটে রোহিত শর্মার দল জেতে ৮ উইকেটে।

ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। নাগপুরের বিধর্ভা ক্রিকেট স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

২য় ওভারে ৩ বলে রোহিত শর্মাকে ব্যক্তিগত ২ রানে আউট করে বড় ব্রেকথ্রু এনে দিলেন শফিউল ইসলাম। গত ৮৫ রান করে ভারতকে জেতানোর নায়ক রোহিতকে আউট করে ভারতকে চাপে ফেলে। ফের ২য় ব্রেকথ্রু আসে ৬ ওভার চলাকালে। এবারও বোলিং শফিউর, আর শিকার আরও একটি বড় পাখি।

১৬ বলে ১৯ রান করা শেখর ধাওয়ানকে ফেরান শফিউল। ৫.২ বলের মাথায় তুলে মারতে গিয়ে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান।

ইতিহাস গড়ার ম্যাচে ভারতের বিপক্ষে টসভাগ্য সহায় হয়েছে টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের। সিরিজে দ্বিতীয়বারের মতো টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে দুই দল। তাই আজকের ম্যাচটি হয়ে গেছে অঘোষিত 'ফাইনাল'।

নাগপুরে যে দল জিতবে, তাদের ঘরেই যাবে সিরিজ। ভারতের মাটিতে তাদেরকেই এভাবে চাপে ফেলার ইতিহাস নেই বললেই চলে। এবার দেখার, নতুন ইতিহাস গড়ে পারে কিনা টাইগাররা। যদিও ভয়ংকর রোহিতকে প্রথমেই ফিরিয়ে ইতিহাস গড়ার ম্যাচে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে