রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ০৯:৫৫:৫২

চাহালের ওভারে পরপর তিনটি বাউন্ডারি হাঁকালেন নাঈম

চাহালের ওভারে পরপর তিনটি বাউন্ডারি হাঁকালেন নাঈম

স্পোর্টস ডেস্ক : সিরিজে ১-১ সমতা। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যে দল জিতবে, তারাই হাতে তুলবে সিরিজের ট্রফি। এমনই এক সমীকরণ মাথায় নিয়ে নাগপুরে মুখোমুখি বাংলাদেশ-ভারত।

দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে ভারত প্রতিশোধ নিয়ে নেয় পরের ম্যাচেই। রাজকোটে রোহিত শর্মার দল জেতে ৮ উইকেটে।

ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। নাগপুরের বিধর্ভা ক্রিকেট স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

২য় ওভারে ৩ বলে রোহিত শর্মাকে ব্যক্তিগত ২ রানে আউট করে বড় ব্রেকথ্রু এনে দিলেন শফিউল ইসলাম। গত ৮৫ রান করে ভারতকে জেতানোর নায়ক রোহিতকে আউট করে ভারতকে চাপে ফেলে। ফের ২য় ব্রেকথ্রু আসে ৬ ওভার চলাকালে। এবারও বোলিং শফিউর, আর শিকার আরও একটি বড় পাখি।

১৬ বলে ১৯ রান করা শেখর ধাওয়ানকে ফেরান শফিউল। ৫.২ বলের মাথায় তুলে মারতে গিয়ে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান। এরপর কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ারে অপ্রতিরোধ্য জুটি ভারতকে এগিয়ে নিয়ে যায়।

৩৫ বলে ৫২ রান করে আল-আমিনের বলে আউট হন রাহুল। এরপর ৩৩ বলে ৬২ রান করা শ্রেয়াস সৌম্য বলে তুলে মারতে গিয়ে লিটনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাড়ায় ১৭৪ রান। বাংলাদেশকে ইতিহাস করতে হলে করতে হবে ১৭৫ রান। শফিউল ও সৌম্য দুটি করে এবং আল-আমিন ১টি উইকেট নেন। 

১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমেছেন নাঈম ও লিটন দাস। প্রথম ওভারেই দুটি বাউন্ডারি হাঁকিয়ে শুর করেন লিটন দাস। তবে সেটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারলেন।

৮ বলে ৯ রান করে বড় বাউন্ডারি বাসনায় আটকে গেলেন লিটন। দীপক চাহারের বলে লগ-অনে ওয়াশিংটন সুন্দর হাতে ক্যাচ তুলে ফেরেন লিটন। দীপক চাহারের ফিক পরের বলে শিবম দুবের হাতে ক্যাচ তুলে ফেরেন সৌম্য। 

রান গতি কিছুটা কমে গেলেও ষষ্ঠ ওভার করতে আসেন যুজবেন্দ্র চাহাল। চাহালের প্রথম ওভারের প্রথম তিন বলেই পরপর তিনি চারের বাউন্ডারি রানে গতি বাড়িয়ে দেন নাঈম। ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৩ রান বাংলাদেশের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে