মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ০৯:০৫:৩৯

ভারতকে দুইবার অল-আউট করার সামর্থ্য বাংলাদেশের আছে : মিঠুন

ভারতকে দুইবার অল-আউট করার সামর্থ্য বাংলাদেশের আছে : মিঠুন

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট মানেই প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে। ভালো কিছু করতে হলে এছাড়া উপায় নেই। বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জটা অনেক কঠিন। চলতি ভারত সফরে সাকিব আল হাসান না থাকায় বোলিং শক্তি অর্ধেক কমে গেছে। 

টিম টাইগার কি পারবে ভারতের মাটিতে পারবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের কঠিন পরীক্ষায় ফেলতে? হুট করেই দলে সুযোগ পাওয়া মোহাম্মদ মিঠুন অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন, ভারতকে দুইবার অল-আউট করার সামর্থ্য আছে তাদের।

ইন্দোরের হলকার স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনের পর মিঠুন বলেন, 'আমরা বিশ্বাস করি এটা সম্ভব। আমি একজন ব্যাটসম্যান, আমার আউট হতে একটা বলই লাগে। এটা সব ব্যাটসম্যানের ক্ষেত্রেই প্রযোজ্য।'

তিনি বলেন, 'আমরা যদি চাপ তৈরি করতে পারি, যে বোলিং ইউনিট আছি যদি সুশৃঙ্খল বোলিং করতে পারি, অবশ্যই সম্ভব। অবশ্যই আমরা ওদের সম্মান করি। ওরা বিশ্বের সেরা দলগুলোর একটি। নিজেদের মাটিতে ওরা অনেক বেশি শক্তিশালী। আমরা এই সিরিজের দিকে তাকিয়ে আছি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে