বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ০৮:৪৬:০১

ভারতের বিপক্ষে আশরাফুলের ৩৮৬ রান, যেখানে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি

ভারতের বিপক্ষে আশরাফুলের ৩৮৬ রান,  যেখানে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার তাদের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ১৪ নভেম্বর মাঠে নামছে বাংলাদেশ-ভারত।

এই টেস্ট সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে টাইগাররা। তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা ক্রিকেটারের তালিকায় সবার উপরেই আছেন ওপেনার তামিম ইকবাল। কিন্তু ভারতের বিপক্ষে পারিবারিক কারণে এই সফরে নেই তামিম।

অন্যদিকে বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞার কারণে এই সিরিজে নেই। কিন্তু ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশ দলের সেরা পারফর্মার কিন্তু সাকিব-তামিম নয়। টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের সেরা পারফর্মার হলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

পরিসংখ্যান তো এমনটিই বলছে। ভারতের বিপক্ষে ১১ ইনিংসে আশরাফুল করেছেন ৩৮৬ রান। যেখানে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি রয়েছে। ভারতের বিপক্ষে টেস্টে আশরাফুলের ব্যাটিং গড় ৪২.৮৮। ৫৬.১৬ গড়ে ৩৩৭ রান নিয়ে দ্বিতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে