বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ১০:০৭:৪৩

গোলাপী বলে মুস্তাফিজ আমাদের জন্য হুমকি হতে পারে: কোহলি

গোলাপী বলে মুস্তাফিজ আমাদের জন্য হুমকি হতে পারে: কোহলি

স্পোর্টস ডেস্ক : আগামীকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক হবে বাংলাদেশের।

এদিকে বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না মুস্তাফিজের। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রান বিলিয়ে ছিলেন উইকেটশূন্য। তাছাড়া সবশেষ টেস্টও ছিলেন নিজের ছায়া হয়ে। 

ছন্দ ফিরে পেতে সংগ্রাম করা বাঁহাতি পেসার টেস্ট সিরিজে হু'ম'কি হয়ে উঠতে পারেন বলে সতীর্থদের স'ত'র্ক করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

আগামীকাল ভারতের ইন্দোর টেস্ট দিয়ে এই সংস্করণে ফিরতে পারেন মুস্তাফিজ। বাঁহাতি পেস নিয়মিত না খেলায় তার বিপক্ষে বাড়তি স'ত'র্কতার প্রয়োজন দেখছেন কোহলি। 

তিনি বলেন, ‘সে খুব ভালো একজন বোলার। সে গোলাপি বলেও বেশ কিছু ম্যাচ খেলেছে। আমরা সাধারণত যাদের খেলি সব বাঁহাতি পেসারই তাদের চেয়ে আলাদা ধরনের বোলার। ওর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে। কারণ, আমাদের দলে না থাকায় বাঁহাতি পেসার আমরা তেমন খেলি না। এটা চ্যালেঞ্জ হবে তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

কোহলি আরও বলেন, ‘এমন না আমরা বাঁহাতি পেসে গুটিয়ে যাই তবে আমাদের এদের খেলাটা কঠিন মনে হয়। কারণ, আমরা নিয়মিত বাঁহাতি পেস খেলি না। সে আমাদের জন্য হুমকি হবে। সে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। সে অভিজ্ঞ বোলার। আইপিএলে খেলার জন্য ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে জানে। তবে মুস্তাফিজের বিপক্ষেও আমরা অনেক খেলেছি। আমার মনে হয়, মনোযোগ ও মনসংযোগ হবে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে