বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ১০:১৪:২৫

‘সাকিব-তামিম ছাড়া ভারতকে সামলানো বাংলাদেশের জন্য কঠিন’

‘সাকিব-তামিম ছাড়া ভারতকে সামলানো বাংলাদেশের জন্য কঠিন’

স্পোর্টস ডেস্ক : আগামীকাল ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। এই টেস্ট সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে বাংলাদেশ দলের।

এই সফরে নেই বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। পারিবারিক কারণে এই সফরে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আর এই দুইজনকে ছাড়া ভারতকে সামলানো কঠিন হবে বলেই মনে করছেন টাইগারদের সাবেক স্পিন বোলিং কোচ সুনীল যোশী।

তিনি বলেন, ‘ভারতের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি প্রোটিয়াদের বিপক্ষে তাদের ব্যাটিং আধিপত্য আমরা দেখেছি। তাদের চাপে ফেলতে হলে স্কোর বোর্ডে পর্যাপ্ত রান প্রয়োজন। কিন্তু সাকিব-তামিম না থাকায় সফরকারীদের জন্য তা সহজ হবে না।’

সুনীল যোশী বলেন, ওদের অভিজ্ঞ ক্রিকেটার বলতে তামিম, সাকিব, মুমিনুল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর। এদের কাছ থেকে প্রতিরোধ প্রত্যাশিত। কিন্তু বাকিদের টেস্টে ভালো করতে হলে এই ফরম্যাটের মেজাজে খেলতে হবে। অ্যাপ্রোচে আরও বেশি স্মার্ট হতে হবে। বোলারদের আরও বেশি শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে