বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ১০:১৮:৫১

ভারতে বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা আ'ত্মঘা'তী হবে না তো!

ভারতে বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা আ'ত্মঘা'তী হবে না তো!

স্পোর্টস ডেস্ক : ভারতে বিপক্ষে বাংলাদেশের পরিকল্পনা আ'ত্মঘা'তী হবে না তো! প্রথম টেস্ট ম্যাচে কেমন হবে উইকেট? এমন প্রশ্ন ঘু'ড়পাক খা'চ্ছে চারদিকে। তবে কিউরেটরের কথা শুনে পেসারের জিভে জল আসতেই পারে। কেননা, ধারণা করা হচ্ছে এই মাঠে যা কিছু সুবিধা পাবে পেসাররাই।

তবে বাংলাদেশ দলের অবশ্য ধারণা ভিন্ন। তারা পরিকল্পনা করছে স্পিনারদের নিয়েই। বাংলাদেশ ভাবছে এখন পিচ যেমনই হোক, শেষ মুহূর্তে গিয়ে ঠিকই স্পিন সমৃদ্ধ পিচ বানানো হবে।

এই চিন্তা করেই স্পিনারদের বিপক্ষেই বেশি গুরুত্ব দিয়ে অনুশীলন করছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। কম গুরুত্ব দিচ্ছে পেসারদের। আর এই ধারণাটা বাংলাদেশের আ'ত্মঘা'তী হয় কিনা সেটা নিয়েই চলছে আলোচনা।

স্টেডিয়ামের সবুজ কার্পেট থেকে আলাদা করা কঠিন প্রথম টেস্টের উইকেট। শেষ পর্যন্ত এমন থাকলে অশ্বিন-জাদেজাকে ছাপিয়ে মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মারা হবেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যা'লেঞ্জ।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে তা'ন্ড'ব চালিয়েছেন ভারতের পেসাররা। বাংলাদেশের বিপক্ষেও তাই তারা পেস নির্ভর উইকেটই বাছাই করতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে