বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ০৪:৪৬:৩২

ব্যাটের পর বোলিংয়ে তাণ্ডব, লঙ্কানদের উড়িয়ে দিল বাংলাদেশ

ব্যাটের পর বোলিংয়ে তাণ্ডব, লঙ্কানদের উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল। আর এই ম্যাচে লঙ্কানদের সামনে রানের পাহাড় দাঁড় করায় বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪০ রান করে যুবা টাইগাররা।

যা যুব ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। ৩৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৯ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। যার ফলে ১৬১ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ যুব দল।

সেই সঙ্গে যুব ক্রিকেট ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়ল যুবা টাইগাররা। বাংলাদেশের হয়ে সাকিব ও শরিফুল ২টি করে উইকেট শিকার করেন। এই জয়ের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১২৩ রান করেন তৌহিদ হৃদয়। ৯৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া তামিম করেন ৬০ রান।তার সাথে আকবর আলী করেন ৫২ রান। শামিম ২১ রান করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে