বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ০৭:৪৯:০৭

এই একটা জায়গায় আমার আফসোস লাগে : দুর্জয়

এই একটা জায়গায় আমার আফসোস লাগে : দুর্জয়

স্পোর্টস ডেস্ক : ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে বাংলাদেশ। দেখতে দেখতে ১৯ বছর কেটে গেল। অথচ এই বিশ বছরে টেস্টে যথাযথ উন্নতি হয়নি। গড়ে ওঠেনি টেস্টের কালচার। 

তাতেই হতাশ অভিষেক টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া নাঈমুর রহমান দুর্জয়। তিনি বলেন, উন্নতির তো অনেক জায়গা ছিল। প্রায় বিশ বছর হতে চলল। অনেক পরিবর্তন অনেক অগ্রগতি হয়েছে। আরও উন্নতি হওয়ার সুযোগ ছিল। 

দুর্জয় বলেন, একটা জায়গায় আমার আফসোস লাগে, দেশে এখনও টেস্ট ক্রিকেটের কালচার তৈরি হয়নি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে জোর দেয়া প্রয়োজন। ফাস্ট ক্লাস ক্রিকেট খেলা দলগুলোর সুযোগ-সুবিধা আরও বাড়ানো উচিত। তাদের নিয়ে আলাদা পরিকল্পনা থাকা প্রয়োজন। যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে তাদের আলাদাভাবে দেখা উচিত।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদ্স্য বলেন, ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে যে পরিকল্পনা করা হচ্ছে, সেভাবে টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য সুনির্দিষ্ট একটি পরিকল্পনা থাকা উচিত। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ থাকতে হবে। তাহলে উন্নতি অবশ্যই হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে