বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ০৭:৫৭:১৪

বাজে ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও হতাশ করলেন টাইগাররা

বাজে ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও হতাশ করলেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক : বাজে ব্যাটিংয়ের পরও ফিল্ডিংয়েও হতাশ করেছেন টাইগাররা। ১৫০ রানে অলআউট হওয়ার পর প্রত্যাশিত ফিল্ডিং করতে পারেননি মুমিনুলরা। টেস্ট ক্রিকেটে ১৫০ আহামরি কোনো স্কোর নয়! 

ব্যক্তিগতভাবে একজন ব্যাটসম্যান টেস্টে এর চেয়েও ঢের বেশি রান করার সক্ষমতা রাখেন। ভারতীয় ক্রিকেটারদের কথা বাদই দিলাম। বাংলাদেশ দলেই তো এমন অনেক ব্যাটসম্যান রয়েছেন, যারা অতীতে ১৫০ বা তার বেশি রানের একাধিক ইনিংস খেলেছেন।

বাংলাদেশের বর্তমান টেস্ট দলে খেলা মুশফিক, মুমিনুল, ইমরুল কায়েসরাতো এর আগে ব্যক্তিগত সর্বোচ্চ ২১৯, ১৮১, ১৫০ রানের ইনিংস খেলেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের বৈরি কন্ডিশনে ১৪৬ রানের ইনিংস খেলেছেন।

অথচ সেই মুশফিক, মুমিনুল, ইমরুল, মাহমুদউল্লাহদের নিয়ে গড়া বাংলাদেশ দল, ভারত সফরে ইন্দোর টেস্টে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ। ভারতের হয়ে ৩ উইকেট নেন সামি। আর দুটি করে উইকেট নেন ইশান্ত, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে ভারত সেরা ওপেনার রোহিত শর্মার উইকেট হারায় স্বাগতিকরা। আবু জায়েদ রাহীর গতির মুখে পড়ে ৬ রানে ফেরেন রোহিত। এরপর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। 

মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পুজারার অনবদ্য ব্যাটিংয়ে ১ উইকেটে ৮৬ রান নিয়ে প্রথম দিন শেষ করে ভারত। ৩৭ ও ৪৩ রানে অপরাজিত রয়েছেন আগরওয়াল ও পুজারা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে