বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ০৯:৪৮:৩২

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন 'সাকিবের অভাব অনুভব করছে বাংলাদেশ'

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন 'সাকিবের অভাব অনুভব করছে বাংলাদেশ'

স্পোর্টস ডেস্ক : যতই ক্যাপ্টেন হিসেবে অভিষেক হোক ইন্দোরে, একেবারেই চাপে নেই মুমিনুল হক। বরং বাংলাদেশের ২৮ বছরের অধিনায়কের উপলব্ধি, বাড়তি দায়িত্ব তাঁর ব্যাটিংয়ে কোনও ভাবেই প্রভাব ফেলবে না।

সাকিব আল হাসান ক্রিকেট থেকে নির্বাসনের পর মুমিনুলকে দেওয়া হয়েছে টেস্ট টিমের দায়িত্ব। আজ ইন্দোরে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলির ভারতের বিরুদ্ধে সফরের প্রথম টেস্টে নামছে বাংলাদেশ।

তার আগে মুমিনুল বলেছেন, ‘টিমের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে বলে আমি কোনও রকম চাপে নেই। ক্যাপ্টেন হওয়ার আগে যে ভাবে ব্যাটিং করতাম, ঠিক সে ভাবেই ব্যাট করব।’

৩৬ টেস্টে আটটা সেঞ্চুরি হয়েছে মুমিনুলের। বুধবার বলছিলেন, ‘আমি সব সময় পজিটিভ দিকগুলো নিয়েই ভাবি। ক্যাপ্টেন হওয়ার মধ্যেও বেশ কিছু পজিটিভ দিক রয়েছে। এটা প্লেয়ার হিসেবে দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। আমার দৃঢ় বিশ্বাস, টিমকে নেতৃত্ব দেওয়া আমার পারফরম্যান্স মান বাড়িয়ে দেবে।’ সূত্র : ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে