শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ০৭:১৪:৪৭

অবশেষে উইকেটের দেখা পেলেন এবাদত!

 অবশেষে উইকেটের দেখা পেলেন এবাদত!

স্পোর্টস ডেস্ক : অবশেষে উইকেটের দেখা পেলেন এবাদত! ভারত-বাংলাদেশ মধ্যকার প্রথম টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ দলের। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৮৬ রান করে প্রথম দিন শেষ করেছিল ভারত।

ব্যক্তিগত ৬ রানে আবু জায়েদ রাহীর বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন রোহিত। এরপর দ্বিতীয় দিনের বাংলাদেশের ভালো হত যদি ক্যাচ মিস না হত। তবে ভালো বোলিং করেন রাহী।

রাহীর বলে সাইফের হাতে ক্যাচ দিয়ে ৫৪ রান করে ফিরেন পূজারা। অন্যদিকে কোহলি রানের খাতা খুলতেই পারেননি। রাহীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন তিনি। এরপর ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে দলকে এগিয়ে নিতে থাকেন রাহানে।

সেই জুটিতেও আঘাত হানেন রাহী। ব্যক্তিগত ৮৬ রানে তাইজুলের হাতে ধরা পড়ে রাহীর চতুর্থ শি'কার হন রাহানে। অন্যদিকে ডাবল সেঞ্চুরি হাঁকান মায়াঙ্ক। ৩০৩ বলে ২৫ চার ও ৫ ছয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৪৩ রান করে ফিরেন তিনি।

মিরাজের বল উড়িয়ে মারতে গিয়ে রাহীর হাতে তালুবন্ধি হয়ে ফিরেন মায়াঙ্ক। এরপর দিনের শেষের দিকে এসে আঘাত হানেন এবাদত হোসেন। ঋদ্ধিমান সাহার স্ট্যাম্প উড়িয়ে দেন তিনি। ১২ রান করে ফিরেন ঋদ্ধিমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৫৪ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে