শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ১১:০২:১৯

রোহিত-কোহলিকে আউট করা কে এই আবু জায়েদ? জানতে আগ্রহী ভারতীয় সাংবাদিকেরা

রোহিত-কোহলিকে আউট করা কে এই আবু জায়েদ? জানতে আগ্রহী ভারতীয় সাংবাদিকেরা

স্পোর্টস ডেস্ক : গতকাল রোহিত শর্মা ও আজ সকালে বিরাট কোহলিকে শূন্য রানে আউট করার পরই আবু জায়েদের আদ্যোপান্ত জানতে আগ্রহী হয়ে উঠলেন ভারতীয় সাংবাদিকেরা।

কোথায় বেড়ে উঠেছেন, তার ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা কী, কীভাবে টেস্ট দলে এল, ওঁর কোচ কে ইত্যাদি। ইন্দোর টেস্টের আরেকটি হতাশার দিনে বাংলাদেশ দলের উজ্জ্বল মুখ এই ২৬ বছর বয়সী পেসার।

কাল রোহিত শর্মাকে ৬ রানে ফিরিয়েছেন। আজ কোহলিকে রানই করতে দেননি। ৫৩ রান করা চেতেশ্বর পূজারাকেও আউট করেছেন। সেঞ্চুরির দিকে এগোতে থাকা অজিঙ্কা রাহানেও শি'কা'র হয়েছেন আবু জায়েদের। গতকাল ইমরুল কায়েস স্লিপে দাঁড়িয়ে ক্যাচটা না ছাড়লে ডাবল সেঞ্চুরি করা মায়াঙ্ক আগারওয়ালকে ফেরাতে পারতেন ৩২ রানেই।

ইমরুলের মতো আবু জায়েদের আফসোস নিয়ে পড়ে থাকলে চলবে না। আবারও সুযোগ তৈরি করতে তাকে ভালো জায়গায় বোলিং করে যেতে হবে। সেটি তিনি করছেনও। তবে সবচেয়ে প্রশংসিত হয়েছে কোহলিকে করা বলটি নিয়ে। 

‘রান মেশিন’ কোহলিকে শূন্য রানে ফিরিয়েই আলোচনায় আসার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আবু জায়েদ তার চেয়ে বেশিই করেছেন। ভারতের চার তারকা ব্যাটসম্যানকে আউট করেছেন। অন্য প্রান্তের নির্বিষ বোলিংয়ের বিপরীতে ভারতীয় ব্যাটিং লাইনআপে তিনিই কিছুটা চাপ তৈরি করতে পেরেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে