শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ০৪:১৮:৩৭

টাইগারদের অসহায় আত্মসমর্পন, পাঁচ দিনের টেস্ট তিন দিনেই শেষ!

টাইগারদের অসহায় আত্মসমর্পন, পাঁচ দিনের টেস্ট তিন দিনেই শেষ!

স্পোর্টস ডেস্ক : পাঁচ দিনের টেস্ট তিন দিনেই শেষ! প্রথম টেস্ট জিতল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ইনদওরে জয় এলো ইনিংস ও ১৩০ রানে। দুই দিন বাকি থাকতেই সিরিজে ১-০ এগিয়ে গেল বিরাট কোহলির দল। পরের টেস্ট ইডেনে ২২ নভেম্বর থেকে। যা গোলাপি বলে হবে। 

দিন-রাতের সেই টেস্টের দিকেই এখন নজর ক্রিকেটমহলের। এদিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একাই লড়ছিলেন মুশফিকুর রহিম (৬৪)। তাকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। মুশফিকুরের ক্যাচ দারুণ ভাবে নিলেন চেতেশ্বর পূজারা। 

অশ্বিনকে মারতে গিয়ে এবাদত হোসেনও বল তুললেন আকাশে। ক্যাচ ধরলেন উমেশ যাদব। ৪২ রানে তিন উইকেট নিলেন অশ্বিন। তবে ভারতের সফলতম বোলার হলেন মোহাম্মদ শামি। ৩১ রানে চার উইকেট নিয়েছেন তিনি।

তৃতীয় সেশনের শুরুতে মেহেদি হাসান মিরাজকে (৩৮) বোল্ড করেছিলেন উমেশ। তার আগে সপ্তম উইকেটে মুশফিকুর-মেহেদি যোগ করেছিলেন ৫৯ রান।মেহেদির পর ফিরলেন তাইজুল ইসলাম (৬)। এই ইনিংসে শামির চতুর্থ শিকার হলেন তিনি। তাইজুলের ক্যাচ ধরলেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। 

শনিবার লাঞ্চের সময় ৬০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এদিনের দ্বিতীয় সেশনে মাহমুদুল্লাহকে (১৫) ফিরিয়েছিলেন শামি। দ্বিতীয় স্লিপে তার ক্যাচ ধরেছিলেন রোহিত শর্মা। ৭২ রানে পাঁচ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে মুশফিকুর-লিটন যোগ করেছিলেন ৬৩ রান। 

লিটনকে এর পর নিজের বলেই ক্যাচ ধরে ফিরিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।৩৯ বলে ৩৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন লিটন। ১৩৫ রানে ষষ্ঠ উইকেট পড়েছিল বাংলাদেশের। শামির বলে দ্বিতীয় স্লিপে মুশফিকুরের সহজ ক্যাচ রোহিত শর্মা না ফেললে টাইগারদের অবস্থা আরও করুণ দেখাত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে