শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ০৭:১০:১৩

পবিত্র ওমরাহ পালন করছেন সাকিব

পবিত্র ওমরাহ পালন করছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : পবিত্র ওমরাহ পালনের জন্য বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ২টা ৪০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবে গিয়েছেন বাংলাদেশের টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

ক্রিকেটার, কোচিং স্টাফ, ক্রিকেটের অতিথিদের স্বাগত জানানো ও বিদায়ী অভ্যর্থনা জানাতে বোর্ডের পক্ষ থেকে উপস্থিত থাকেন যিনি, সেই ওয়াসিম খান বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে সাকিবের সঙ্গে একটি ছবি আপলোড করেন। যেখানে তিনি লিখেন, ‘ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশে রওনা হচ্ছে সাকিব আল হাসান। তার জন্য আমার দোয়া রইল।’

আজ শনিবার (১৬ নভেম্বর) সাকিব আল হাসানের ফেসবুক ভেরিফাইড পেজে তাঁর ওমরার পোশাক পড়া একটি ছবি পোস্ট করেছেন। ছবিটির ক্যাপশনে অবশ্য সাকিব আল হাসান কিছু লেখেননি।

তবে অনেক ভক্ত তাঁর ছবিতে কমেন্টস করেছেন, মেহেদি রিয়াদ নামে একজন কমেন্টেসে লিখেছেন। মাশাল্লাহ! সাকিব ভাই। আপনি সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি যেমন ভালো মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। আশা করি আল্লাহর প্রিয় বান্দা হিসেবেও আল্লাহর কাছে আপনি সেরা হয়েই থাকবেন সবসময়। এছড়া অনেক ভক্ত তাকে অভিনন্দন জানিয়েছেন, ওমরা পালন শেষে দেশে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ফোন পেয়ে আইসিসিকে না জানানোর কারণে সব ধরণের ক্রিকেট থেকে ২ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। তবে দায় স্বীকার করায় ১ বছরের শাস্তি কম করেছে আইসিসি। ১ বছর পর ক্রিকেটে ফিরবেন বিশ্বসেরা এই অলরাউনডার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে