শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ১১:০৬:৫৮

পাপনের মনটাই ভেঙে গেছে, বাসা থেকে বের হচ্ছেন না!

পাপনের মনটাই ভেঙে গেছে, বাসা থেকে বের হচ্ছেন না!

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে উড়ন্ত শুরু করেও শেষটা নির্মম বেদনায় শেষ হয়েছে বাংলাদেশের। দলের সিনিয়র সদস্যদের এমন অর্বাচীন ব্যাটিংয়ে মন ভেঙে গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।

সেই টি-২০ সিরিজ দিয়েই তিনি দেখে ফেলেছেন টেস্টের ভাগ্য। ফলে ইন্দোর টেস্টে মুশফিক, মুমিনুলদের ইনিংস ও ১৩০ রানের হার তাকে নতুন করে আর কষ্ট দিচ্ছে না। শনিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে ‘বঙ্গবন্ধু বিপিএল’র লোগো উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পাপন বলেন, টেস্টের আগেই মন ভেঙ্গে গেছে। টেস্ট তো পরে। অনেক আশা ছিল টি-টোয়েন্টিতে আমরা জিতব। তৃতীয় ম্যাচটা নিশ্চিত জেতা ম্যাচ। এই হারটা এখন আমি নিজেই হজম করতে পারিনি। আমি বাসা থেকেই বের হই না। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কোথাও যেতেই চাই না। আমি এখনো নিজে এটা মেনেই নিতে পারছি না এই ম্যাচটাও হারব। 

বিসিবি সভাপতি বলেন, নাইম-মিঠুন যদি এই রান করতে পারে, আমাদের টি-টোয়েন্টির বাকি যারা প্লেয়ার; যাদের এতো বছর ধরে পরিচর্যা করছি। যাদের পেছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করছি... শুধু আপনি হিসেব করে দেখেন সৌম্য, লিটন, মুশফিক, রিয়াদ; এদের চেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তো আমাদের আর নেই। এরা যদি ১০ করে ৪০ রানও করত আমরা সেদিন ম্যাচ জিতে জেতাম।‘

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে