রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ১২:৩৭:০৩

ভারত সিরিজের সুবাদে বিপিএলে নাঈমের আকাশ ছোঁয়া মূল্য

ভারত সিরিজের সুবাদে বিপিএলে নাঈমের আকাশ ছোঁয়া মূল্য

স্পোর্টস ডেস্ক : আজ রোববার হবে বঙ্গবন্ধু বিপিএলের দল গঠনের চূড়ান্ত কাজ। রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দের খেলোয়াড় বেছে নেবে অংশ নেওয়া সাতটি দল। যেখানে চমক দেখাতে পারেন নাঈম শেখ। তাকে নিয়ে হতে পারে টানাটানি।

এরইমধ্যে তরুণ এই ক্রিকেটার ব্যাট হাতে দুত্যি ছড়িয়ে জায়গা করে নিয়েছেন বিপিএল খসড়া ড্রাফটে। যেখানে তাকে রাখা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। নাঈম ছাড়াও এই ঘরে আছেন আরও ৪০ বাংলাদেশি। যাদের কিনতে হলে ১২ লাখ টাকা করে গুনতে হবে দলগুলোকে। 

এখন দেখার অপেক্ষা কত দামে কারা নাঈমকে দলে ভেড়ায়। এ দিকে বিপিএল ড্রাফটে নাম উঠানোর আগে আইসিসির টি-২০ র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো নাম তোলেন নাঈম। র‌্যাংকিংয়ে ঢুকেই পেছনে ফেলেন ক্রিস গেইল, মহেন্দ্র সিং ধোনির মতো তারকাকে। 

ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে এখন ৩৮ তম স্থানে আছেন নাঈম। তার রেটিং এখন ৪৯৮। নাইমের সমান রেটিং ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর। আর টি-২০ মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল আছেন তার অনেক পরে। ওয়েস্ট ইন্ডিজ সুপারস্টারের অবস্থান ৭৪। ধোনি আছেন ৭৮ নম্বরে।

একেবারে আনকোরা, ভারতের বিপক্ষেই নামিয়ে দেওয়া হয় নাঈমকে। আর অভিষেক সিরিজেই বাজিমাত করলেন তিনি। তামিমের জায়গায় ব্যাট হাতে নেমে নিজের দায়িত্বটা যেন শতভাগ পালন করেছেন তরুণ এই ব্যাটসম্যান।

সবমিলিয়ে ভারতের বিপক্ষে ক’দিন আগে শেষ হওয়া টি২০ সিরিজের সেরা ব্যাটসম্যান হন বাংলাদেশের নাঈম। ৩ ম্যাচে মোট ১৪৩ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৪৭.৬৬। স্ট্রাইক রেট ১৩৩.৬৪। তার পরে আছেন ভারতের শ্রেয়াস আইয়ার। তিনি করেছেন তিন ম্যাচে ১০৮ রান।

তাই ভারত সিরিজের সুবাদে ভাগ্য খুলতে পারে নাঈমের। বিপিএলে তার সর্বনিন্ম দাম ১২ লাখ টাকা থেকে শুরু হলে শেষ পর্যন্ত ৪০ লাখ পর্যন্ত উঠতে পারে বলে ধারণা। কারণ বেশ কয়েকটি দল তাকে নিতে মুখিয়ে আছে। এই বিপিএলে নাঈমের আকাশ ছোঁয়া মূল্য উঠতে তাতে অবাক হওয়ার কিছু নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে