রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ০১:২০:১৮

বিপিএলে বিদেশী যে ১১ জন খেলোয়াড় থাকছেন এ প্লাস ক্যাটাগরিতে

বিপিএলে বিদেশী যে ১১ জন খেলোয়াড় থাকছেন এ প্লাস ক্যাটাগরিতে

স্পোর্টস ডেস্ক: এবারের বিপিএলকে সামনে রেখেই সকল দল নেওয়া শুরু করেছে প্রস্তুতি। সেই বিপিএলের এ প্লাস ক্যাটাগরিতেই রাখা হয়েছে ১১ জন খেলোয়াড়কে।

সেই ১১ জন বিদেশীদের মধ্যে আছেন আলোচিত দেশ আফগানিস্তানের দুইজনও। বিদেশি ১১ জন হলেন ড্যান ভিয়াস (দক্ষিণ আফ্রিকা), শহীদ আফ্রিদি (পাকিস্তান), রিলে রুশো (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ নবী (আফগানিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ) ও মুজিব উর রহমান (আফগানিস্তান)।

এছাড়া দেশি-বিদেশিদের বৈষ'ম্য রয়েছে পারিশ্রমিকের ক্ষেত্রেও। দেশি খেলোয়াড়দের এ+ গ্রেডে থাকা চারজন পাবেন ৫০ লাখ টাকা করে। অন্যদিকে বিদেশিদের এ+ গ্রেডের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৪ লাখ টাকার সমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে