রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ০৭:২৫:০২

বিপিএল ড্রাফট শুরুর আগেই বা'দ পাকিস্তানি তারকা

বিপিএল ড্রাফট শুরুর আগেই বা'দ পাকিস্তানি তারকা

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএল এবার হচ্ছে নতুন আঙ্গিকে। সবকিছুই বদ'লে গেছে। দলের নাম থেকে শুরু করে নিয়ম কানুনও। শনিবার জাঁ'কজম'কপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে লোগো উম্মো'চন করা হয় এবারের আসরের।

আজ (রোববার) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সন্ধ্যা সাড়ে ছয়টার পর শুরু হয়েছে টুর্নামেন্টের প্লেয়া'র্স ড্রা'ফট। এখনও খেলোয়াড় কে'নাবে'চা শুরু হয়নি। শুধু সূচনাপর্ব শেষ হয়েছে। নিয়ম কানুন জানানো হয়েছে নতুন করে।

এরই মধ্যে জানিয়ে দেয়া হলো, ড্রাফটে থাকা দুজন খেলোয়াড় বা'দ পড়ে গেছেন। তাদের তোলা হবে না প্লেয়া'র্স ড্রা'ফটের জন্য। বিসিবির পরিচালক মাহবুব আনাম অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিলেন, ড্রাফটে থাকছেন না পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। টেকনি'ক্যাল কারণে বাদ পড়েছেন স্বদেশি তরুণ পেসার কাজী অনিকও।

শোয়েব মালিক অবশ্য বিপিএলের পুরো মৌসুম এমনিতেও খেলতে পারতেন না। তাকে পাওয়া যেত ১৭ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। তিনি বা'দ পড়ায় বিদেশি খেলোয়াড়ের কোটায় ঢুকছেন ইংল্যান্ডের রবিন দাস। আর কাজী অনিকের জায়গায় এসেছেন সালাউদ্দিন শাকিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে