সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ০১:৪৮:২৮

ধীরে ধীরে সব জায়গা থেকে মুছে ফেলা হচ্ছে সাকিবের নাম!

ধীরে ধীরে সব জায়গা থেকে মুছে ফেলা হচ্ছে সাকিবের নাম!

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্রিকেটে শা'সন করা এক বাংলাদেশি ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। কিন্ত নিষেধা'জ্ঞার কারনে ধীরে ধীরে আইসিসিসহ সব জায়গা থেকে মু'ছে ফেলা হচ্ছে এই তারকার নাম।

তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হয়ে বিশ্বরেকর্ড গড়া সাকিবের নামই এখন নেই আইসিসির র‍্যাঙ্কিং লিস্টে। প্রথমে টি-টুয়েন্টি, তারপর ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে মু'ছে ফেলা হয় সাকিবের নাম। সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র‍্যাঙ্কিংয়েও নেই এ অলরাউন্ডারের নাম।

এরপর আইপিএলেও দল হা'রান সাকিব। প্লেয়ার রিটেইনের সর্বশেষ দিনে সাকিবকে ছেড়ে দেয় তার দল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের বিপিএলেও নেই সাকিব। প্রথমবার বিপিএলে দেখা যাবে না এ টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্রিকেটারকে।

প্রসঙ্গত, উল্লেখ্য, জু'য়াড়ির প্রস্তাব গো'পন করায় সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে দুই বছর নিষি'দ্ধ করেছে আইসিসি। অবশ্য তিনি দা'য় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধা'জ্ঞা স্থগি'ত রাখা হয়েছে। আগামী বছরের ২৯ অক্টোবর থেকে আবার মাঠে নামতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে