সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ০৮:২৬:২৩

আমি মনে করি সে তার ভুল থেকে শিক্ষা নেবে এবং এটা কাটিয়ে উঠবে : স্টিভেন স্মিথ

আমি মনে করি সে তার ভুল থেকে শিক্ষা নেবে এবং এটা কাটিয়ে উঠবে : স্টিভেন স্মিথ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালীন বল বিকৃ'ত করার চেষ্টা করে চার ম্যাচের জন্য নিষি'দ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটর'ক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। এরপর অবশ্য এমন কা'ণ্ডের জন্য তিনি সতীর্থ, সমর্থক ও আফগানিস্তান দলের কাছে ক্ষ'মা চান।

এই বল টে'ম্পারিং'য়ের ভুল থেকে পুরান শিক্ষা নিবেন বলেই মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। যিনি কিনা বল টে'ম্পারিং'য়ের দা'য়ে এক বছর নিষি'দ্ধ ছিলেন। বল টে'ম্পারিং'য়ের দা'য়ে পুরান চার ম্যাচ নিষি'দ্ধ হলেও স্মিথ এক বছরের জন্য নিষি'দ্ধ হয়েছিলেন।

বল টে'ম্পারিং'য়ের ব্যাপারগুলো প্রত্যেক ক্রিকেট বোর্ডই ভিন্ন ভিন্ন ভাবে পর্যালোচনা করেন বলেই মনে করছেন স্মিথ। এ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘প্রত্যেকেই ভিন্ন, প্রত্যেক বোর্ডও ভিন্ন এবং যেভাবে তারা বিভিন্ন বিষয় পর্যালোচনা করে সেগুলোও। আমি নিকোলাসকে চিনি।

আমি তার সঙ্গে বেশ কিছুদিন খেলেছি এবং সে দারুণ প্রতিভাবান এবং তার দারুণ ভবিষ্যৎ আছে। আমি মনে করি সে তার ভুল থেকে শিক্ষা নেবে এবং এটা কাটিয়ে উঠবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে