মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ১২:৩২:২৫

ইডেনে ৫০ টাকার টিকেট ৬০০ টাকায় : ক্ষু'ব্ধ সৌরভ গাঙ্গুলী

ইডেনে ৫০ টাকার টিকেট ৬০০ টাকায় : ক্ষু'ব্ধ সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক :সিরিজের সমতা আনার জন্য ইডেন টেস্ট যে জিততেই হবে বাংলাদেশ দলকে। এই ম্যাচ দেখতেই মাঠে থাকবেন প্রধানমন্ত্রী নিজেই। তবে এই ম্যাচের টিকেট যে সবেই শেষ।

অনলাইনে ম্যাচের প্রথম তিন দিনের টিকিট দুই দিনেই শেষ। চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট আছে বটে, কিন্তু বাংলাদেশ যে জঘন্য পারফরমেন্স করছে তাতে ম্যাচ ৪র্থ দিন পর্যন্ত যাবে নাকেই সেটাও সন্দেহ।

ইডেনে ব্ল্যা'কা'রদের মাধ্যমে ৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৫০০/৬০০ টাকায়, মানে প্রায় দশ/বারোগুণ বেশি দামে। টেস্ট ম্যাচের টিকিট ভারতে শেষ কবে এই দামে ব্লা'কিং হয়েছে, ব্ল্যা'কা'ররাও বোধহয় জানে না। তাও অনেকেই এই দামেই কিনে নিচ্ছেন টিকেট।

সব মিলিয়ে ইডেনে ডে-নাইট টেস্ট ম্যাচ গড়ানোর আগেই সুপারহিট। তবে এখন দেখার বিষয় এই যে বাংলাদেশ দল এই টেস্টটা কোথায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে ক্ষু'ব্ধ দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেন, ‘ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে খা'রা'প লাগছে। কিন্তু টিকিট যদি বিক্রি হয়ে যায়, তাহলে তো আসন সংখ্যা বাড়ানো যাবে না। টেস্ট শুরুর আগেই প্রথম তিনদিনের টিকিট সব বিক্রি হয়ে গেছে। শুনে ভালোই লাগছে। তবে আমার সবচেয়ে খা'রা'প লাগছে দর্শকদের জন্য। তারা ম্যাচটি দেখতে পারবে না সবাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে