মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ০৪:৩৪:২৫

শাহাদাত হোসেনের শা'স্তি নিয়ে যা বললেন নান্নু

শাহাদাত হোসেনের শা'স্তি নিয়ে যা বললেন নান্নু

স্পোর্টস ডেস্ক : সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছর নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন। গতকাল সোমবার জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে পে'টা'নোর দা'য়ে তার ওপর এই নি'ষে'ধা'জ্ঞা জারি করেছে বিসিবি।

আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে বিসিবির টেকনিক্যাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নু জানান, আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন শাহাদাত।

পাঁচ বছরের নি'ষে'ধা'জ্ঞার প্রথম তিন বছর শাহাদাত কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। আর শেষ দুই বছর থাকছে স্থগিত নি'ষে'ধা'জ্ঞা। অর্থাৎ প্রথম তিন বছরে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে পরের দুই বছরও তাকে ক্রিকেট থেকে নির্বাসনে থাকতে হবে। আর যদি না ঘটান তাহলে বিসিবি চাইলে তিন বছর পরে আবারও ফিরতে পারবেন ক্রিকেটে।

সংবাদ সম্মেলনে নান্নু বলেন, খেলা চলাকালীন সতীর্থ বা অন্য কারো গায়ে হাত তোলা আচরণবিধির লেভেল ৪ ভ'ঙ্গ করার অ'পরা'ধ। এই ধারা ভ'ঙ্গ করলে সর্বনিম্ন ১ বছর থেকে পাঁচ বছর পর্যন্ত নি'ষি'দ্ধ করার বিধান রয়েছে।

ঘটনার পর ম্যাচ রেফারি আখতার আহমেদ আইন অনুযায়ী ম্যাচের শেষ দুই দিনের জন্য ব'হি'ষ্কার করেন শাহাদাতকে। মঙ্গলবার টেকনিক্যাল কমিটির সভায় তাকে নি'ষি'দ্ধ করার সিদ্ধান্ত নেয় বোর্ড।

সভাশেষে টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন জানান, শাহাদাতের অ'প'রা'ধের গুরুত্ব বিবেচনায় এনেই এই শা'স্তির সিদ্ধান্ত নিয়েছেন তারা।

টেকনিক্যাল কমিটির প্রধান বলেন, শাহাদাতের কিন্ত আগেও শৃঙ্খলাভঙ্গের ইতিহাস ছিল, সেটাকে বিবেচনায় নেয়া হয়েছে। মাঠের মধ্যে সতীর্থের গায়ে হাত তোলা, এটা তো গু'রু'তর অ'পরা'ধ। টেকনিক্যাল কমিটির সবাই তার এই শা'স্তির ব্যাপারে একমত হয়েছে।

নান্নু বলেন, ‘আমাদের আশা, অন্য ক্রিকেটারদের জন্যও এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যেকোনো ক্রিকেটারের জন্যই এটা একটা খা'রা'প ব্যাপার যে, সে বারবার এরকম অ'প্রী'তিকর ঘটনায় জড়াচ্ছে। শৃঙ্খলার ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না, এই বার্তাটা আমরা সবাইকে দিতে চাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে