বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ১২:০০:১৫

এই ঐতিহাসিক টেস্টের জন্য আমরা সবাই উন্মুখ : আল আমিন

এই ঐতিহাসিক টেস্টের জন্য আমরা সবাই উন্মুখ : আল আমিন

স্পোর্টস ডেস্ক : ইডেন টেস্টে সবাই অবশ্য বোলারদের নিয়েই পড়ে আছেন। প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সে ম্যাচে গোলাপি বলে খেলবে বাংলাদেশ। আল আমিন বলছেন তারাও ইতিহাসের অংশ হওয়ার অপেক্ষায়।

আল আমিন বলেন, আসলে আমরা সবাই উন্মুখ হয়ে আছি গোলাপি বলের এই ঐতিহাসিক টেস্টের জন্য। আমরা এতে অপরিচিত, ভারতও অপরিচিত, বলটাও নতুন। সে হিসেবে চ্যালেঞ্জিং ম্যাচ হবে। গত কয়েক দিন আমরা এ বলে অনুশীলন করছি। কলকাতাতেও আরও দুই দিন সুযোগ পাব। 

বাংলাদেশ দলের এই পেসার বলেন, সবকিছু মিলিয়ে অতীতে যা হয়েছে তা নিয়ে ভাবলে তো সামনে এগোনো যাবে না। দল হিসেবে কীভাবে ভালো করা যায় সে চিন্তাই করছি। কীভাবে প্রতিরোধ করা যায় সে চেষ্টাই থাকবে।

আল আমিন বলেন, বল সবার জন্য তো একই। ভালো জায়গায় বল করতেই হবে। বলটা একটু ভিন্ন এটা সত্যি। লাল বলের চেয়ে সিমটা একটু শক্ত। বলটা দ্রুত চকচকেও করা যায়। ভালোই হবে (বোলারদের জন্য)। 

তিনি আরও বলেন, কন্ডিশন যদি ভালো থাকে, আমরা যারা পেস বোলার খেলব তাদের দায়িত্ব অনেক। কারণ ভালো জায়গায় বল করতে হবে। ওদের সুযোগ দেওয়া যাবে না, ওদের সবাই উঁচু মানের ব্যাটসম্যান। বোলারদের বড় এক পরীক্ষা। বলটা যেহেতু ভালো, আমরা যদি ভালো বল করি তাহলে টেস্টটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে