বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ১২:৫৪:০৫

এবার মমতা ব্যানার্জীকে পাল্টা জবাব দিলেন আসাদুদ্দিন ওয়াইসি

এবার মমতা ব্যানার্জীকে পাল্টা জবাব দিলেন আসাদুদ্দিন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক : মমতা ব্যানার্জীর মন্তব্যের জবাব দিলেন আসাদউদ্দিন ওয়াইসি। সোমবার পশ্চিমবঙ্গের কোচবিহারের সভা থেকে নাম না করে আসাদউদ্দিন ওয়াইসিকে নিশানা করেছিলেন মমতা।

বিজেপির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার পাল্টায় মঙ্গলবার অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন জানিয়ে দিলেন, ভয় ও হতাশা থেকেই মমতা ব্যানার্জী এই ধরনের মন্তব্য করছেন।

গতকাল কোচবিহার তৃণমূলের একটি কর্মিসভায় যোগ দেন দলনেত্রী মমতা। সেখানে তিনি বলেন, রাজনীতির মধ্যে হিন্দু উ'গ্রপ'ন্থা আছে, কিছু সংখ্যালঘুদের মধ্যেও উ'গ্রপ'ন্থা বেরিয়ে গিয়েছে। বিজেপির কাছে এরা টাকা নেয়। হায়দরবাদে তাদের বাড়ি। ওই নেতারা উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় তারা মিটিং করেছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। 

আসাদউদ্দিন বা এআইএমআইএম-এর নাম না করলেও ‘হায়দরাবাদ’ উল্লেখ করায় মমতার নিশানা যে তাদের দিকেই ছিল, সেটা স্পষ্ট হয়ে যায় রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার তার জবাব দিয়েছেন এমআইএম সুপ্রিমো ওয়াইসি। 

ওয়াইসি বলেন, ‘আমার দিকে অভিযোগের আঙুল তুলে বাংলার মুসলমানদের আপনি এই বার্তা দিলেন যে, ওয়াইসির দল আপনার রাজ্যে শক্তিশালী হয়ে উঠেছে। এই ধরনের মন্তব্যে মমতা ব্যানার্জীর ভ'য় ও হ'তা'শাই ফুটে উঠেছে।’

আসাদউদ্দিন বলেন, বাংলার সংখ্যালঘুদের যে উন্নয়ন হয়নি, এটা বলার জন্য ধর্মীয় উ'গ্রপ'ন্থার দরকার হয় না। হায়দরবাদের একটি গোষ্ঠী নিয়ে দিদি (মমতা) যদি এতই উ'দ্বি'গ্ন, তা হলে পশ্চিমবঙ্গে বিজেপি কী ভাবে ৪২ টির মধ্যে ১৮টি আসন পেল।

এ বছর মে মাসে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের গোটা উত্তর অংশে একটি আসনও ধরে রাখতে পারেনি তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই মুসলিম ভোটব্যাঙ্কে ভাগ বসাতে অনেকেই সক্রিয় হয়েছে বলে খবর। সেই সূত্রেই মাঠে নেমেছে আসাদউদ্দিনের দল। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় মিটিং-মিছিল করতেও দেখা গিয়েছে দলের নেতা-কর্মীদের। ফলে চিন্তা বেড়েছে তৃণমূল কংগ্রেসের। সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে