বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ০৫:০৩:২১

‘ভারত-বাংলাদেশের ম্যাচ হলে আমি দোটানায় পড়ে যাই’

‘ভারত-বাংলাদেশের ম্যাচ হলে আমি দোটানায় পড়ে যাই’

স্পোর্টস ডেস্ক : শীতের কলকাতা মেতেছে ক্রিকেট জ্বরে। ২২ নভেম্বর ইডেনে ভারত-বাংলাদেশের ম্যাচ ঘিরে উত্তেজনা টানটান। এই ম্যাচ নিয়ে স্বাভাবিক ভাবেই উত্তেজিত পদ্মার এপার-ওপার। খেলার মাঠ ও টিভির পর্দা ছাপিয়ে উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতেও। 

ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ঢাকার বিক্রমপুরে। তবে, তিনি ভারতের নাগরিক। তাই দুই দেশের খেলায় কোনও পক্ষপাতিত্ব থাকে না তাঁর। 

শীর্ষেন্দুবাবু বলেন, 'যখন ভারত-বাংলাদেশের ম্যাচ হয়, তখন আমি একটু মুশকিলে পড়ে যাই। কারণ, একদিকে এগারো জন বাঙালি খেলছে সুতরাং বাঙালিদের দিকে সাপোর্ট একটা থাকেই। আবার আমি ভারতীয়, তাই ভারতকে অস্বীকার করতে পারি না। এই খেলায় যে দলই জিতুক বা হারুক- কোনওটাতেই আমি খুশি হই না।'

ক্রিকেট বরাবর তাঁর প্রিয়। ক্রিকেট নিয়ে শীর্ষেন্দুর লেখালিখিও বিস্তর। শীর্ষেন্দুবাবুর কথায়, 'বাংলাদেশের প্রতি টান বেশি। কারণ, সেই দলে এগারো জন বাঙালি খেলে। বাংলাদেশ এখন ভালই খেলছে। ভারতের টিমও দারুণ। বিরাট কোহলির নেতৃত্বে ভারত বেশ ভাল খেলছে। দুই দলের প্রতি আমার শুভেচ্ছা থাকল।' 

তবে শুক্রবার ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে দোটানায় শীর্ষেন্দুবাবু। দেশের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচের সাক্ষী হতে আগামী ২২ নভেম্বর ক্রিকেটের স্বর্গ্যোদ্যানে হাজির থাকবেন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিজেপি'র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মত হাইপ্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে