বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ০৯:১৪:১০

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন ইতিহাস করলেন এক টাইগার ক্রিকেটার!

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন ইতিহাস করলেন এক টাইগার ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক: বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন ইতি'হাস করলেন এক টাইগার ক্রিকেটার! বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে হ্যাট'ট্রিক সেঞ্চুরি করলেন তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকা ১৯ দলের বিপ'ক্ষে পরপর তিন ম্যাচে তিন সেঞ্চুরি রেক'র্ড গড়লেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়।

শ্রীলংকা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে অাজ তৌহিদ হৃদয় সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হা'রিয়ে ২৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ১০২ বলে ৩ টি চার এবং ৫ টি ছক্কা সাহায্যে ১১১ রান করেন তৌহিদ হৃদয়‌‌। যুব ক্রিকেটের ইতি'হাসে প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে টানা সেঞ্চুরির রেকর্ড গড়েন বাংলাদেশের এ ব্যাটসম্যান। 

শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচে দুর্দা'ন্ত ব্যাটিং করেছেন তৌহিদ হৃদয়।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের একটি প'রিত্য'ক্ত হয়। বাকি চার ম্যাচে তৌহিদ হৃদয় স্কোর (৮২*, ১২৩*, ১১৫, ১১১)।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই প্রীতম কুমারের উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। ১ রান করে প্রীতম কুমার আউট হলেও সাজিদ হোসেনকে নিয়ে ৫৬ রানের পার্ট'নারশিপ গড়েন প্রান্তিক।

২১ রান করে আউট হন সাজিদ হোসেন। এরপরই প্রদীপ প্লান্টিককে সাথে নিয়ে ৬৯ তাদের পার্ট'নারশিপ গড়েন তৌহিদ হৃদয়। ৬৫ রান করে আউট হন প্রান্তিক। তবে অন্য প্রান্ত থেকে সেঞ্চুরি তু'লে নেন তৌহিদ হৃদয়। ১০২ বলে ১১১ রান করে আউট হন তৌহিদ।

শেষের দিকে অভিষেক দাসের ১২ বলে ২৪ রানে নির্ধারিত ৫০ ওভারে ২৯৩ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। ইতিমধ্যেই শেষ নি'শ্চিত করেছে বাংলাদেশ দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে