শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ০২:৪৮:৩৯

মুশফিকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী

মুশফিকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে টস হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজ দলের ক্রিকেটারদের পরিচয় করিয়ে দেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলোয়াড়দের সঙ্গে মাঠে প্রবেশ করেন। এসময় দেখা যায় মুশফিকুর রহিমের মাথায় হাত দিয়ে হাস্যজ্বল মুখে আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রী। সেই সাথে বাংলাদেশ দলের সাথে পরিচিত হন।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ১টায় বিশেষ সোনার কয়েনে টস সম্পন্ন হয়। এদিকে দিবারাত্রির টেস্টর পরিসংখ্যান তথ্য মতে এখন অবধি দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১১টি। সবকটি ম্যাচে ফল এসেছে, একটা ম্যাচও ড্র বা পরিত্যক্ত হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে