শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ০৭:০১:৫৬

লজ্জার বিশ্বরেকর্ডের পাতায় নাম তুললেন বাংলাদেশের তিন 'বড় তারকা'

লজ্জার বিশ্বরেকর্ডের পাতায় নাম তুললেন বাংলাদেশের তিন 'বড় তারকা'

স্পোর্টস ডেস্ক : ইডেনে দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেরকম যাচ্ছেতাই পারফর্মেন্স দেখিয়েছেন, তাতে কেবল লজ্জার ইতিহাসই লেখা হয়েছে। আজ শুক্রবার ম্যাচের প্রথম দিনে মাত্র ১০৬ রানে অল-আউট হয়েছে বাংলাদেশ। তারা খেলেছে মাত্র ৩০.৩ ওভার! 

এটা টেস্ট নাকি টি-টোয়েন্টি বোঝা মুশকিল! তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত সবাই 'ডাক' মারার রেকর্ড গড়েছেন।  দিবা-রাত্রি টেস্টে লজ্জার বিশ্বরেকর্ডের পাতায় নাম তুললেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম।

বাংলাদেশের প্রথম গোলাপি বলের টেস্টে এই তিন টপ অর্ডার ব্যাটসম্যানই ০ রানে প্যাভিলিয়নে ফিরেন। এর দ্বারাই ঐতিহাসিক টেস্ট খেলতে নেমে ইতিহাসই গড়ে ফেললেন বাংলাদেশের ব্যাটসম্যানরা! ব্যাটিং অর্ডারে তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাট করেন মুমিনুল-মিঠুন ও মুশফিকুর। 

টেস্ট ক্রিকেটে ইতিহাসে তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ায় বিশ্বরেকর্ডের পাতায় নাম তুলেন মুমিনুল-মিঠুন-মুশফিক। অবশ্য এমন ঘটনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে চারবার ঘটেছে। তবে আগের সবগুলোই এশিয়ার বাইরের টেস্টে। এশিয়ার মধ্যে তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত শূন্য রানে আউট হওয়া প্রথম ব্যাটসম্যানরা হিসেবে লজ্জার রেকর্ডই গড়লেন বাংলাদেশের মুমিনুল-মিঠুন-মুশফিক।

টেস্টে তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত শুন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানরা :

বাংলাদেশ ৩ ব্যাটসম্যান ভারত কলকাতা ২০১৯ সাল। জিম্বাবুয়ে ৩ ব্যাটসম্যান নিউজিল্যান্ড হারারে ২০০৫ সাল। ওয়েস্ট ইন্ডিজ ৩ ব্যাটসম্যান ইংল্যান্ড কিংস্টন ২০০৪ সাল। দক্ষিণ আফ্রিকা ৩ ব্যাটসম্যান ইংল্যান্ড ওভাল ১৯৫৫ সাল। অস্ট্রেলিয়া ৩ ব্যাটসম্যান ইংল্যান্ড লিডস ১৮৯৯ সালে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে