শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ০৭:৪৮:৫৮

লিটনের পর নাঈমকেও নেওয়া হলো হাসপাতালে

লিটনের পর নাঈমকেও নেওয়া হলো হাসপাতালে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে তারা কলকাতায় নয়, টেস্ট খেলতে নেমেছে ব্রিসবেন-ওয়েলিংটনের বাউন্সি পিচে। মাথা-পাঁজর বরাবার ধেয়ে আসা প্রতিপক্ষের ফাস্ট বোলারদের বল সামলাতে পারছে না। হাসাপাতালে পর্যন্ত যেতে হয়েছে দুই ব্যাটসম্যানকে।

কলকাতা টেস্টের প্রথম দিনে (প্রথম সেশন বলাই ভালো) চোট পেয়ে ছিটকে গেছেন লিটন দাস ও নাঈম হাসান। মাথায় আ'ঘা'ত পেয়ে লিটনকে যেতে হয়েছে হাসপাতালে। চো'ট এতটাই গু'রু'তর এই টেস্ট থেকেই তিনি ছি'ট'কে পড়েছেন। লিটনের আ'ঘা'তের রেশ না কাটতেই আরেক দুঃসংবাদ—হাসপাতালে যেতে হয়েছে নাঈম হাসানকেও। 

মোহাম্মদ শামির বাউন্সার লেগেছে তার মাথায়। বিসিবি জানিয়ে দিয়েছে, নাঈম আর নামছেন না। তার ‘কনকাশন’ (মাথায় আ'ঘা'তজনিত চো'ট) বদলি হিসেবে নেমেছেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। লিটন ছি'ট'কে গেছেন বিরতির ঠিক আগে ২১তম ওভারে। নাঈম বিরতির পরপরই ২২তম ওভারে। 

২ ওভারের মধ্যে বাংলাদেশ হা'রি'য়েছে দুজনকে। কলকাতা টেস্টের আগে মোট তিনজন ক্রিকেটারকে কা'নকা'শন ব'দ'লি হিসেবে দেখেছে টেস্ট ক্রিকেট। আজ এক ইনিংসেই দুজন বদলি দেখা গেল। ব্যাটে-বলে বলার মতো কিছু না করতে পারলেও এ দিক দিয়ে একটা রেকর্ড'ই গড়ে ফেলেছে বাংলাদেশ!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে