শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ০৮:৪৩:৪৮

একাদশে না থেকেও যে নতুন নিয়মে ব্যাট করলেন মিরাজ

একাদশে না থেকেও যে নতুন নিয়মে ব্যাট করলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : টাইগারদের টপ অর্ডার যখন ভারতীয় তিন পেসারের কাছে বি'ধ্ব'স্ত, তখন প্রাথমিক ধা'ক্কাটা সামাল দেয়ার চেষ্টা করেন লিটন দাস। ম্যাচ শুরুর ঘণ্টা কয়েক আগে জানা যায়, লিটন দাসের স'ম'স্যা গোলাপি বলে। 

লাল আর সাদা বলের মতো গোলাপি বল দেখতে পান না ঠিকঠাক। ম্যাচের আগে দৃষ্টি-পরীক্ষা (ভিশন টেস্ট) হওয়ার সময় লিটন দাস গোলাপি বলের রং চিনতে পারছেন না। ফলে বল দেখতে স'ম'স্যা হচ্ছে তার। এমনটাই জানায় ভারতীয় গণমাধ্যম।

সেই লিটন দাস বিশ্রামে যাওয়ার আগে ২৭ বলে ২৪ রান করেতে বাউন্ডারি হাঁকিয়েছেন ৪ টি। ইনিংসটা লম্বা করার আভাস যখন দিয়েছেন, তখন ইনিংসের ২০ ওভার ৩ বলের সময় মোহাম্মদ শামীর বাউন্সারে আ'ঘা'ত লাগে মাথায়। তাতে কিছুটা ব্যথাও পান। দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আরও সাতটি বল খেলেন।

তবে আর পারলেন না ব্যাটিং করতে। মাথার আ'ঘা'ত নিয়ে মাঠ ছাড়তে হয় ২১ ওভার ২১ ওভার ৪ বলের সময়। খানিক বাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, মাথায় স্ক্যান করানোর পর জানা যাবে লিটন দাস ব্যাট করতে পারবেন কী না।

এমন ঘোষণা আসার পর এবাদতের উইকেট হারায় বাংলাদেশ। তাতে লিটনের বদলী হিসেবে ব্যাট করতে নামেন মেহেদী মিরাজ। কদিন আগে আইসিসির এই নতুন নিয়ম সংযুক্ত হয় ক্রিকেটের সব ফরম্যাটেই। মাথায় আ'ঘা'ত পেয়ে মাঠ ছাড়লে তার বদলী হিসেবে খেলতে পারবে অন্য কেউ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে