শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৫:৩৯

মাঠে চলছে সৌম্যের ব্যাটিং তাণ্ডব

মাঠে চলছে সৌম্যের ব্যাটিং তাণ্ডব

নেপালের কির্তীপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাউথ এশিয়ান (এসেএ) গেমেসে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ক্রিকেট দল। ইতিমধ্যেই টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ভুটান।

এর আগে মালদ্বীপের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বুধবার ১০৯ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ৷ যদিও সে ম্যাচে টাইগারদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট ছিল না টাইগার ভক্তরা। দুর্বল মালদ্বীপের বিপক্ষে কোন বাংলাদেশি ব্যাটসম্যান অর্ধশতক করতে না পারাটা ব্যর্থতাই বটে।

নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভুটান। দেখে শুনে শুরু করেন ভুটানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তারা প্রথম উইকেট হারায় নবম ওভারে যেয়ে। দলীয় ২৩ রানে তেনজিন ওয়াংচুক জুনিয়রকে আউট করেন মিনহাজুল আবেদীন আফ্রিদি।

৩২ রানে আ'ঘাত হানেন সৌম্য সরকার। তব্দেন সিঙ্ঘে বোল্ড করেন তিনি। এরপর ৪৫ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। উইকেট নেন আগের ম্যাচের জয়ের নায়ক তানভীর ইসলাম। রানজুং মিয়াকো দর্জিকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট শি'কার করেন মানিক খান।

নির্ধারিত ২০ ওভার শেষে ভুটান সংগ্রহ করে ৬৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান আসে তব্দেন ওয়াংচুকের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর

এসেএ গেমেসে মাঠে চলছে সৌম্যের ব্যাটিং তাণ্ডব,বাংলাদেশঃ ৩৭/০(৩.৩ওভার) সৌম্য ১৬ বলে ২৭

ভুটান ৬৯/৭ ( ২০ ওভার)
তব্দেন ১৫, জিগমে সিঙ্ঘে ১৩, জিগমে দর্জি ১২
মানিক ৪-০-৯-২, তানভীর ৪-১-১৩-১ আফ্রিদি.৪-০-১৩-১, সৌম্য ৪-০-১৫-১, রানা ৪-০-১৮-১।

বাংলাদেশ স্কোয়াড : সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, সৈয়দ মিনহাজুল আবেদিন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, মানিক খান, তানভির ইসলাম, মেহেদি হাসান রানা, সৌম্য সরকার, মেহেদি হাসান, হাসান মাহমুদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে