শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৭:০৫

কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়ে হলো নতুন এক ইতিহাস!

কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়ে হলো নতুন এক ইতিহাস!

স্পোর্টস ডেস্ক: কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়ে হলো নতুন এক ইতিহাস! চলতি সাউথ এশিয়ান (এসেএ) গেমেসে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ক্রিকেট দল। এর আগে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় ভুটান।

আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৯ রান করতে পারে ভুটান। তবে বাংলাদেশ জয়ের লক্ষে ব্যাটিংয়ে নেমে কোন উইকেট না হারিয়ে জয়ের পেয়ে যায়।

এর আগে ৭০ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে নাইম-সৌম্য। এদিকে ২৮ বলে পাঁচটি ৪ ও তিনটি ৬ মেরে এসেএ গেমেসে প্রথম ফিফটি করেন সৌম্য সরকার। অন্যদিকে ১৩ বলে এক ৬ এ ১৬ রান করেন নাইম শেখ।

শেষে পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের আগেই মাত্র ৬.৫ ওভারে ৭৪ রান নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এর আগে মালদ্বীপের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বুধবার ১০৯ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ৷

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, সৈয়দ মিনহাজুল আবেদিন আফ্রিদি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম, মেহেদি হাসান রানা, সৌম্য সরকার, হাসান মাহমুদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে