শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯, ০১:৫৩:৩৪

দুর্দান্ত সৌম্য সরকার, মাত্র ২৮ বলে ৫০ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত

 দুর্দান্ত সৌম্য সরকার, মাত্র ২৮ বলে ৫০ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত

স্পোর্টস ডেস্ক: বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর দুই ওপেনারের অভেদ্য জুটিতে ভুটানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সাউথ এশিয়ান গেমসে (এসএ) ছেলেদের ক্রিকেট ইভেন্টে স্বর্ণ জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।

দুর্দান্ত বোলিং করে আগে ব্যাটিংয়ে নামা ভুটানকে ৬৯ রানে বেঁধে রেখেছে বাংলাদেশ। সম্পূর্ণ ২০ ওভার ব্যাটিং করলেও বাংলাদেশি বোলারদের বিপক্ষে রান তুলতে পারেনি দলটি। ৭০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলানে বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।

প্রতিপক্ষ বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনার নাঈম শেখ করেন ১৩ বলে ১৬ রান। দুই ব্যাটসম্যানই অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। আর এদিকে দুর্দান্ত সৌম্য সরকার, মাত্র ২৮ বলে ৫০ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত।৬.৫ ওভারেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। 

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভুটান। কিন্তু ব্যাট হাতে দলের ব্যাটসম্যানরা নিজেদের প্রমাণ করতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে। ভুটানের তিন ব্যাটসম্যান যেতে পেরেছেন দুই অংকের ঘরে। সর্বোচ্চ ১৫ রান করেছেন ওপেনার তেনজিন।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন পেসার মানিক খান। ৪ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন ৯ রান, নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান রানা, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সৌম্য সরকার এবং তানভীর ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে