শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩০:৩২

৮২ ভাগ ভোট পেয়েও হারলেন সাকিব! সমালো'চিত ‘ভারত আর্মি’

৮২ ভাগ ভোট পেয়েও হারলেন সাকিব! সমালো'চিত ‘ভারত আর্মি’

স্পোর্টস ডেস্ক: ‘ভারত আর্মি’, ভারতীয় ক্রিকেট সমর্থ'কদের সবথেকে বড় গ্রু'প। প্রতি বছর বিশ্বের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারকে 'প্লেয়ার অব দ্য ইয়ার' পুরস্কার দিয়ে থাকে গ্রু'পটি। বরাবরের মতো এবারও সেই পুরস্কারটি দিয়েছে তারা। সেটি নিয়ে সমা'লো'চিতও হতে হচ্ছে ভারত আর্মিকে।

২০১৯ সালে ভারত আর্মির বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় মনো'নীত হয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ইংল্যান্ডের বেন স্টোকস আর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। বর্ষসেরা হওয়ার দৌ'ড়ে স্বভাবতই এগি'য়ে ছিলেন সাকিব। কেননা ২০১৯ সালটা ব্যাটে বলে স্বপ্নের মতো কে'টেছে বাংলাদেশি অলরাউন্ডারের। বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপে তো সবাইকে ছা'ড়িয়ে গেছেন। ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টে ৮ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে সর্বমোট ৬০৬ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার। বল হাতেও কম যাননি। নেন ১১ উইকেট।

এমন একটি স্ব'প্নম'য় বছর কাটা'নো সাকিব বছরের শেষ সময়ে এসে শুনেন দুঃ'সং'বাদ। জু'য়াড়ি'র প্রস্তা'ব গো'পন করার অ'পরা'ধে বিশ্বসেরা অলরাউন্ডারকে দুই বছরের জন্য (এক বছর স্থ'গিত) নি'ষিদ্ধ করেছে আইসিসি। তারপরও বছরজুড়ে ঈর্ষ'ণীয় পারফ'রম্যান্সের সুবাদে ভারত আর্মির আন্তর্জাতিক বর্ষসেরা পুরুষ খেলোয়াড় ক্যাটা'গরিতে মনোনয়ন পান তিনি।

এর মধ্যে আবার সামাজিক যোগাযোগমাধ্যম টুই'টারে পোলেরও (ভোট) আয়োজন করে ভারত আর্মি। দর্শকরা সেখানে ভোট দিয়েছেন। আর সেই ভোটের ৮২ শতাংশই পড়েছে সাকিবের নামে। কেন উইলিয়ামসন ৬ এবং স্টিভ স্মিথ পান ৪ ভাগ ভোট।

তারপরও সাকিবকে নয়, বিজয়ী ঘোষ'ণা করা হয়েছে স্টোকসকে। স্বাভাবিকভাবেই সমা'লো'চিত হচ্ছে ভারত আর্মি। সাকিবের ভক্ত'রা তাকে ভোট দিয়ে এতো'দূর এগি'য়ে নিলেও তাদের হ'তা'শই করেছে ভারত আর্মি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে