শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩:১৭

চার-ছক্কার ফুলঝুরিতে ২৫ বলে আফিফের ঝড়ো অর্ধশতক!

চার-ছক্কার ফুলঝুরিতে ২৫ বলে আফিফের ঝড়ো অর্ধশতক!

টুর্নামেন্টে নেই ভারত ও পাকিস্তান। একমাত্র চ্যালেঞ্জ বলতে আছে কেবল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল। ফলে সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকেই ধরা হয়েছে আসরের ফেবারিট। বিশেষ করে ইমার্জিং এশিয়া কাপের রানারআপ হওয়া দলটিই নেপালে এসএ গেমস খেলতে যাওয়ায় প্রত্যাশা ছিলো আরও বেশি।

দক্ষিণ এশিয়া গেমসের (এসএ) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বিপাকে বাংলাদেশ।টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পরে বাংলাদেশ। আগের ম্যাচে সৌম্য ঝলক দেখা যায়নি এই ম্যাচে। ব্যাক্তিগত ৬ রান করে ফিরেন সৌম্য। তার আগে সৌম্যর সমান রান করে ফিরেন আরেক ওপেনার নাঈম শেখ।

আগের দুই ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া সাইফ হাসান এই ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ। শূন্য রানে ফিরেন তিনি। তবে ৩ উইকেট হারালো দলের হাল ধরেছেন শান্ত ও রাব্বি। কিন্তু ৪৩ রানের জুটি করে ব্যাক্তিগত ১৪ রান করে ফিরেন রাব্বি।

চার-ছক্কার ফুলঝুরিতে ২৫ বলে আফিফের ঝড়ো অর্ধশতক! এই প্রতিবেদন লিখার সময় বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ১৫৫ রানে ৬ উইকেট।নাজমুল হোসাইন শান্ত ব্যাট করছেন ৭৫ রানে অপরাজিত অন্যদিকে আফিফ ২৮ বলে ৫২ রান করে প্যাভিলিয়নে ফিরেন।

বাংলাদেশঃ ১৫৫ /৬(২০ ওভার)

উল্লেখ্য যে, এর আগে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে বড় জয় পায় সৌম্য ও শান্তরা। এই ম্যাচ জিতে ফাইনালে টিকেট পাবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া ও মেহেদী হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে