শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯, ০১:২৭:৩০

সৌম্য তুলে নিচ্ছেন একের পর এক উইকেট, দিশেহারা নেপাল

 সৌম্য তুলে নিচ্ছেন একের পর এক উইকেট, দিশেহারা নেপাল

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ব্যাট করতে নেমে শান্ত-আফিফের ব্যাটিং তান্ডবে ১৫৫ রান তুলল বাংলাদেশ।

সৌম্য তুলে নিচ্ছেন একের পর এক উইকেট, দিশেহারা নেপাল। ব্যাট করতে নেমে তানভির-সুমন খানের দারুণ বোলিংয়ে মাত্র ১৪ রানেই ৩ উইকেট হারিয়েছে নেপাল। নিজের প্রথম ওভারেই বোলিংয়ে এসে পরপর দুই বলে দুই উইকেট নেন তানভির। এরপরের ওভারেই বোলিংয়ে এসে আরো একটি উইকেট নেন সুমন খান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পরে বাংলাদেশ। আগের ম্যাচে সৌম্য ঝলক দেখা যায়নি এই ম্যাচে। ব্যাক্তিগত ৬ রান করে ফিরেন সৌম্য। তার আগে সৌম্যর সমান রান করে ফিরেন আরেক ওপেনার নাঈম শেখ।

আগের দুই ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া সাইফ হাসান এই ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ। শূন্য রানে ফিরেন তিনি। তবে ৩ উইকেট হারালো দলের হাল ধরেছেন শান্ত ও রাব্বি। কিন্তু ৪৩ রানের জুটি করে ব্যাক্তিগত ১৪ রান করে ফিরেন রাব্বি।

তবে ব্যাটিং বিপর্যয়ের সময় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলের কাপ্তান নাজমুল হোসেন শান্ত। ৪ ছক্কা ও ৪ চারে মাত্র ৬০ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি এবং আরেক বাঁহাতি ব্যাটসম্যান আফিফ হোসেন তুলে নেন ঝড়ো অর্ধশতক। মাত্র ২৮ বলে ১ ছক্কা ও ৬ চারে ৫২ রান করেন। যার সুবাদে ২০ ওভার শেষে দলের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান।

সর্বশেষ স্কোরঃ
নেপাল ৬৩/৪(১১ ওভার) সৌম্য ১২/১

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে