শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৯:২২

এবার মু'খোমু'খি বাংলাদেশ-শ্রীলঙ্কা, যে একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা

এবার মু'খোমু'খি বাংলাদেশ-শ্রীলঙ্কা, যে একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: ফেবারিট হিসেবে সাউথ এশিয়ান গেমস খেলতে গিয়ে ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আজ (শনিবার) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৪৪ রানের ব্যবধানে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট।

প্রথম রাউন্ডের ৩ ম্যাচের সবকয়টিতে জেতা বাংলাদেশের পয়েন্ট এখন ৬। সমান ৬ পয়েন্ট রয়েছে তিন ম্যাচ খেলা শ্রীলঙ্কারও। স্বাগতিক নেপাল নিজেদের ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পাওয়ায় নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ।

সোমবার (৯ ডিসেম্বর) স্বর্ণ জয়ের মিশনে মাঠে নামবে দুই দল। তার আগে অবশ্য প্রথম রাউন্ডের শেষ ম্যাচে রোববার মু'খোমু'খি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

নেপালের বিপক্ষে ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ফিফটি ও আফিফ হোসেন ধ্রুবর আগ্রাসী ৫২ রানের ইনিংসে আগে ব্যাট করে ১৫৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস।

রান তাড়া করতে নেমে নেপালের পক্ষে কেউই তেমন কিছু করতে পারেননি। অধিনায়ক জ্ঞানেন্দ মাল্লা ৪৩ বলে ৪৩, দিপেন্দ্র আইরি ১৬ বলে ১৩ এবং অবিনাশ বোহরা ১০ বলে ১৩ রান করেছেন। বাকি কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট শি'কার করেছেন তানভীর ইসলাম, সুমন খান, সৌম্য সরকার ও মেহেদি হাসান।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া ও মেহেদী হাসান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে