রবিবার, ০৮ ডিসেম্বর, ২০১৯, ১২:৫০:৪৫

এক ৬ ও পাঁচ চারে দুর্দান্ত অর্ধশতক ইয়াসিরের, বড় সংগ্রহের দিকে বাংলাদেশ

এক ৬ ও পাঁচ চারে দুর্দান্ত অর্ধশতক ইয়াসিরের, বড় সংগ্রহের দিকে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চলতি দক্ষিণ এশিয়ান এসএ গেমসের ছেলেদের ক্রিকেট ইভেন্টের আজ রবিবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে একে অপরকে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ইতিমধ্যে টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করতে পারেনি নাইম-আসিফ। মাত্র ৬ রান নিয়ে আউট হয়ে মাঠ ছাড়েন নাইম। এরপর ৪ রান করা আসিফ হাসান আউট হয়ে যায়। এরপর আফিফ মাত্র ৬ রান নিয়ে মাঠ ছাড়েন।

এরপর দুই ৬ ও চারটি ৪ মেরে ৪৪ করা অঙ্কন ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন। এদিকে এক ৬ ও পাঁচটি চারে দুর্দান্ত অর্ধশতক করেন ইয়াসির আলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান। ৫১ রান নিয়ে ব্যাটিং করে যাচ্ছে ইয়াসির আলি।

এর আগে গতকাল শনিবার কীর্তিপুরে লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ৪৪ রানে জিতেছে বাংলাদেশ। এর আগে মালদ্বীপকে ১০৯ রানে হারিয়ে আসর শুরু করা লাল-সবুজের প্রতিনিধিরা আগের ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়েছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। আগামীকাল ৯ ডিসেম্বর সোমবার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল বাংলাদেশ-শ্রীলঙ্কা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে