রবিবার, ০৮ ডিসেম্বর, ২০১৯, ১১:০৪:৪৮

বিয়ের আসর থেকে পা'লিয়ে এসএ গেমসে সোনা জয়!

বিয়ের আসর থেকে পা'লিয়ে এসএ গেমসে সোনা জয়!

স্পোর্টস ডেস্ক: নেপালে চলমান এসএ গেমসে আর্চারিতে নারীদের রিকার্ভ বো এবং দলগত মিশ্র ইভেন্টে বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন চুয়াডা'ঙ্গার মেয়ে ইতি খাতুন। চুয়াডা'ঙ্গা থেকে এসএ গেমসের মঞ্চ পর্যন্ত পৌঁছানোর পথটা মসৃণ ছিল না ইতির। মাত্র ১১ বছর বয়সেই তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয় পরিবার। কিন্তু সেখান থেকে পা'লিয়ে যান ইতি, অংশ নেন আর্চারি ফেডারেশনের ট্যালেন্ট হা'ন্ট প্রতিযোগিতায়। তাকে দেখে মুগ্ধ হন কোচরা, নিয়ে নেন দলে।

তারপর শুধু বিজয়ের গল্প। নেপালে চলমান দক্ষিণ এশীয় গেমসের আর্চারির মেয়েদের রিকার্ভ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে জোড়া স্বর্ণপদক জিতে নিয়েছেন তিনি। নেপালের পোখারায় রোববার (৮ ডিসেম্বর) মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে ভুটানের বিপক্ষে ৬-০ সেট পয়েন্টে জিতে মেয়েরা। পরে রিকার্ভ মিশ্র ইভেন্টে রোমান সানার সঙ্গে ভুটানকে ৬-২ সেট পয়েন্টে হা'রিয়ে সোনার পদক জিতেন ইতি। এবার ইতির স্বপন আরো বড় হয়েছে। শুধু দক্ষিণ এশিয়া নয়, ইতি এবার সেরা হতে চান সারা'বিশ্বের মধ্যে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে