সোমবার, ০৯ ডিসেম্বর, ২০১৯, ১১:০৪:০৫

শেষ পর্যন্ত দুই পরিবর্তন নিয়ে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ!

শেষ পর্যন্ত দুই পরিবর্তন নিয়ে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত দুই পরিবর্তন নিয়ে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ! চলমান এসএ গেমসে গতকাল মেয়েদের ক্রিকেটে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এবার ছেলেদের পালা। সালমাদের পর এবার স্বর্ণ জয়ের ‘মিশনে’ নামছেন সৌম্য-আফিফরা। মেয়েদের মতো ছেলেদের ক্রিকেটের ফাইনালেও স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশ ও শ্রীলংকা। আজ ৯ ডিসেম্বর সোমবার দুপুর সোয়া ১টায় শুরু হবে খেলা।

এদিকে ফাইনালের আগে এসএ গেমসের এবারের আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লংকানদের কাছে অবশ্য রীতিমতো উড়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের ১৫০ রান ২৩ বল হাতে রেখে মাত্র ১ উইকেট খুইয়ে টপকে যায় তারা। ৯ উইকেটের এই হার ফাইনালের জন্য অনেক বড় সতর্ক সংকেত।

এদিকে ফাইনালের আগে শ্রীংলকার কাছে এমন হারেও অবশ্য মনোবল হারাচ্ছেন না বাংলাদেশের খেলোয়াড়রা।

তাছাড়া ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় শ্রীলংকার বিপক্ষে আগের ম্যাচটিতে দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারকে বিশ্রামে রেখে দল সাজিয়েছিল বাংলাদেশ। ফাইনালে এই দু’জন নিশ্চিতভাবেই দলে ফিরছেন, ফলে বাড়ছে দলের শক্তিও। আর তাই ফাইনালে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী সৌম্য সরকার, আফিফ হোসেনরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, সৈয়দ মিনহাজুল আবেদিন আফ্রিদি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম, মেহেদি হাসান রানা, সৌম্য সরকার, হাসান মাহমুদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে