সোমবার, ০৯ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৩:০৪

চলছে বাংলাদেশের বোলিং তাণ্ডব, দেখে নিন সর্বশেষ স্কোর

চলছে বাংলাদেশের বোলিং তাণ্ডব, দেখে নিন সর্বশেষ স্কোর

স্পোর্টস ডেস্ক: চলতি এসএ গেমসে আজ ছেলেদের ক্রিকেটের ফাইনালে স্বর্ণের জন্য লড়বে বাংলাদেশ-শ্রীলংকা। আজ ৯ ডিসেম্বর সোমবার দুপুর সোয়া ১টায় শুরু হবে খেলা। ইতিমধ্যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন শ্রীলংকা। তবে সুমন খানের বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন ফারান্দ। এরপর হাসান মাহমুদ এসে আরও একটি উইকেট নেন। একই ওভারে আরও একটি উইকেট নেন হাসান মাহমুদ।

চলছে বাংলাদেশের বোলিং তাণ্ডব, এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান।

এর আগে গতকাল রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারের ২২ বল হাতে রেখেই লাসিথ ক্রস্পুরে ৬৭ ও প্রাথুম নিসানাকার ৭৩ দুর্দান্ত জুটিতে জয় পায় শ্রীলঙ্কা। এদিন মাত্র একটি উইকেট নিতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশঃ সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম, মেহেদি হাসান রানা, সৌম্য সরকার, হাসান মাহমুদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে