সোমবার, ০৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৫১:৩৪

ফাইনালের জন্য সেরাটা জমিয়ে রেখেছিলেন শান্ত-সৌম্যরা : হাবিবুল বাশার

ফাইনালের জন্য সেরাটা জমিয়ে রেখেছিলেন শান্ত-সৌম্যরা : হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক : কেউ কেউ বলছেন-আরে, এটা তো আর জাতীয় দল না। অনূর্ধ্ব-২৩ দল। নাম ইমার্জিং একাদশ। তাই জাতীয় দলের রে'ক'র্ড, পরিসংখ্যান আর ইতিহাসের আলোকে ব্যাখ্যা করার যৌ'ক্তি'ক'তা নেই।

তারপরও এসএ গেমস ক্রিকেটে যে দলটি খেলেছে, তা ই'মা'র্জিং একাদশের মোড়কে আসলে বাংলাদেশ দল নামেই খেলেছে। তাই বলাই যায়- নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও হাসান মাহমুদরা এবার ইতিহাস পাল্টে দিয়েছেন।

এতকাল জানা ছিল, ক্রিকেটে ফা'ইনা'লে গিয়ে কেমন যেন হয়ে যান টাইগাররা। একবার নয়। বহুবার আছে এই রে'ক'র্ড। গ্রুপ ম্যাচ জিতে ফাইনালে মানে শিরোপা নির্ধারণী খেলায় গিয়ে হে'রে বসারও নজির আছে।

তবে এবার সে ইতিহাস বদল। আগের দিন গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হা'রের পর আজ (সোমবার) ফাইনালে সেই লঙ্কানদেরই ৭ উইকেটে উড়িয়ে দিয়ে স্বর্ণ জিতে নেয়া। কাল রোববার ঐ পরাজয়ের পর ভক্ত ও সমর্থকরা উদ্বিগ্ন হলেও টিম ম্যানেজমেন্ট নাকি মোটেই চি'ন্তি'ত হয়নি। 

আজ স্বর্ণ বিজয়ের পর ম্যানেজার হাবিবুল বাশার জানালেন, আমরা ফাইনালের জন্য সব জমিয়ে রেখেছিলাম। ফাইনালে যাতে ছেলেরা নিজেদের সেরাটা খেলতে পারে, লঙ্কানদের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সে চিন্তাই ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে