মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৯:৩৭

মুস্তাফিজ অনেক অভিজ্ঞ, সে জানে কখন কি করতে হবে : মার্ক ও'ডনেল

মুস্তাফিজ অনেক অভিজ্ঞ, সে জানে কখন কি করতে হবে : মার্ক ও'ডনেল

স্পোর্টস ডেস্ক : বিপিএলের রংপুর রে'ঞ্জা'র্সের কোচ মার্ক ওডনেল মোস্তাফিজুর রহমানের ওপর আস্থা রাখছেন। মিরপুর একাডেমি মাঠে সোমবার অনুশীলন শেষে রংপুরের কোচ বলেন, মোস্তাফিজ টি-২০তে অনেক অভিজ্ঞ। সে জানে কখন কি করতে হবে।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিনে রংপুরের টেবিলে ছিলেন জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ার। শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেয়ায় বিপিএলে থাকছেন না তিনি। রংপুর তার পরিবর্তে নিউজিল্যান্ডের মার্ক ওডনেলকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

ডনেল বলেন, আমি এবারই প্রথম বাংলাদেশে এসেছি। ঠা'সা সূচি। ছয় দলের অনুশীলন একই মাঠে। আমাদের দলে বৈচিত্র্য আছে। বাঁ-হাতি স্পিনার আছে, মোস্তাফিজ আছে। আশা করছি ভা'রসা'ম্য আনা যাবে।

রংপুরের এই কোচ আরও বলেন, এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি সময় পাওয়া যায় না। এরই মধ্যে প্রস্তুতি সেরে নিতে হয়। একই সঙ্গে ছয় দলের অনুশীলন হয়। ভ'য় লাগছে কখন কার গা'য়ে বল লাগে। আমি কখনও এরকম দেখিনি, এত ছোট জায়গায় এতগুলো দল একসঙ্গে অনুশীলন করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে