মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৯:২৫

এবার ১০০০ শিশুর অপারেশনের দায়িত্ব নিলেন ওজিল

এবার ১০০০ শিশুর অপারেশনের দায়িত্ব নিলেন ওজিল

স্পোর্টস ডেস্ক: মুসলিম খেলোয়াড়দের মধ্যে অন্যতম হলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার মেসুত ওজিল। বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীদের পাশেও তাকে সবসময় পাওয়া যায়।

এবার ১০০০ শিশুর অপারেশনের দায়িত্ব নেবার কথা জানিয়ে নিজের মহত্বের প্রমাণ আরও একবার দিলেন ওজিল। সেইসঙ্গে আরো এক লক্ষাধিক মানুষকে খাওয়ানোরও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

জানা গেছে, ছয় বছর আগে আর্সেনালে যোগ দেন ওজিল। এর পর উত্তর লন্ডনে একটি বাড়ি কেনেন তিনি। সেই বাড়ির দেয়ালেই তার মা মিসেস গুলিজার ওজিল একটি বার্তা লিখে দেন। বার্তাটি ছিল, ‘মেসুত, এই পৃথিবীতে তুমি কেবলমাত্র একজন অতিথি। এই কথাটি কোনো দিন ভুলে যেও না।’

বার্তায় আরো লেখা ছিল, ‘ঈশ্বর তোমাকে অন্যের থেকে একটু আলাদা করে সৃষ্টি করেছেন। কিন্ত সেটা শুধু তোমার নিজের ভালোর জন্য নয়। যদি তুমি তোমার সম্পদ গরিব লোকদের সাথে ভাগ না কর তাহলে তুমি আমার ছেলে নও!’

মায়ের সেই কথাগুলো মনে রেখে যখন সুযোগ পান তখন গরিবদের পাশে দাঁড়ান ওজিল। এবার নিজের বিয়ের দিন সাবেক মিস তুর্কি এমাইন গালসকে তিনি নিজেই জানান, তিনি প্রায় এক হাজার শিশুর কিডনির অপারেশনে সহায়তা করতে চান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে