বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ০১:১১:৫৯

অধিনায়কত্ব নয়, মায়ের অপারেশন নিয়েই বেশি চি'ন্তি'ত মোসাদ্দেক হোসেন

অধিনায়কত্ব নয়, মায়ের অপারেশন নিয়েই বেশি চি'ন্তি'ত মোসাদ্দেক হোসেন

স্পোর্টস ডেস্ক : তার সমসাময়িক ও কাছাকাছি বয়সের সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহানের কেউই অধিনায়ক নন; কিন্তু মোসাদ্দেক ঠিকই দল পরিচালনার দায়িত্ব পেয়েছেন। 

এবার সিলেট থা'ন্ডা'র্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এর আগের আসরগুলোয় বি'চ্ছি'ন্নভাবে দল পরিচালনা করলেও বিপিএলে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব এবারই প্রথম। আজ দুপুরে তার নেতৃত্বেই বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট মাঠে নামবে চট্টগ্রামের বিপক্ষে। 

সাকিব ছাড়া 'পঞ্চ পান্ডবে'র তিন সদস্য মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদই এবারের অধিনায়ক। খুব স্বাভাবিকভাবেই খানিক রো'মা'ঞ্চিত মোসাদ্দেক। শুধু ক্যাপ্টেন্সিই নয়। নিজের ব্যাটিংও ভাবছেন মোসাদ্দেককে।

এ ভাবনার মাঝে বাঁ'ধা নয়, তবে কর্তব্যবোধ আর মায়ের অ'সু'স্থ'তার কারণে খানিক আনমনা মোসাদ্দেক। আগেই জানা, তার মায়ের কি'ড'নিতে পাথর হয়েছে। যে কারণে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরে এসেছিলেন তিনি। 

সর্বশেষ খবর, চলতি মাসেই তার মায়ের কিডনির পাথর অ'পসা'রণের লক্ষ্যে অ'স্ত্রো'পচা'র। সেটা হবে ভারতের চেন্নাইতে। তাই বিপিএলে প্রথমবার দলের অধিনায়কত্বের মত গুরু দায়িত্ব কাঁধে পেয়েও মায়ের কথা ভাবতে হচ্ছে তাকে।

মোসাদ্দেক জানালেন, ভাই আমি প্রথমবার ক্যাপ্টেন্সি করতে যাচ্ছি। অবশ্যই একটা অন্যরকম ভাল লাগা কাজ করছে। আমি পুলকিত। পাশাপাশি মার কথাও ভাবতে হচ্ছে। এ মাসের ২০ তারিখে ভারতের চেন্নাইতে মায়ের অ'পারে'শন। আমি চে'ষ্টা করবো একদিনের জন্য হলেও যেতে এবং আমাকে যেতেই হবে। যদি থাকতে হয়, তাহলে হয়ত এক ম্যাচ মি'স হতে পারে। তা হলেও আমাকে যে মায়ের অ'পারে'শনের সময় পাশে থাকতেই হবে!’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে