বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ০৭:৪৫:১৯

টস জিতে ভারতকে ব্যাটে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ, রোহিতদের উড়ান্ত সূচনা

টস জিতে ভারতকে ব্যাটে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ, রোহিতদের উড়ান্ত সূচনা

স্পোর্টস ডেস্ক : টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠাল ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে দক্ষ ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু, প্রথমে ব্যাট করে রান ধরে রাখার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বিরাট কোহলির দলের।

সেই কারণে ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড টস জিতে বিরাট কোহলির দলকে প্রথমে ব্যাট করতে পাঠান। কোহলি দলে দুই পরিবর্তন এনেছেন। বোলিং বিভাগকে শক্তিশালী করার জন্য মোহাম্মদ শামি দলে ঢুকেছেন। বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাডেজাকে। যুজবেন্দ্র চাহালের জায়গায় কুলদীপ যাদবকে নেওয়া হয়েছে। 

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ দারুণ জমে গিয়েছে। আজকের মুম্বাই ম্যাচ যে দলের, টি-২০ সিরিজও সেই দলের। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় থাকার কারণে আজকের ম্যাচই সিরিজের ফাইনাল ম্যাচ বলা হচ্ছে।

সিরিজ নির্ণায়ক ম্যাচে ঘুরে ফিরে আসছে পুরানো স্মৃতি। এই মাঠেই নুয়ান কুলশেখরাকে গ্যালারিতে ফেলে মহেন্দ্র সিংহ ধোনি দেশকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। আবার এই মাঠেই টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হেরে গিয়ে ছি'ট'কে গিয়েছিল ভারত। 

চলতি টি-২০ সিরিজ পেন্ডুলামের মতো দুই দিকে নড়েছে। হায়দরাবাদের প্রথম টি-২০ বিরাট কোহলির ব্যাটিং নেপূণ্যে জিতে নিয়েছিল ভারত। তিরুঅনন্তপুরমের দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ খবর, ৪ ওভার শেষে বিনা উইকেটে ভারতের সংগ্রহ ৪৪ রান। রোহিত শর্মা ১২ বলে ২১ রান ও কেএল রাহুল ১২ বলে ২৩ রানে ব্যাট করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে