বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৫:৪৩

কুমিল্লার দেওয়া বড় টার্গেটে ৫ উইকেট হারিয়ে ধুঁ'কছে রংপুর

কুমিল্লার দেওয়া বড় টার্গেটে ৫ উইকেট হারিয়ে ধুঁ'কছে রংপুর

স্পোর্টস ডেস্ক : ইনিংসের প্রথম বলে ইয়াসির আলীর উইকেট হারিয়ে প্রাথমিক চাকে পড়ে যাওয়া কুমিল্লাকে খেলায় ফেরাতে ব্যাটিংয়ে ঝড় তোলেন সৌম্য সরকার। ১৮ বলে ৪টি চার ও এক ছক্কার সাহায্যে ২৬ রানে সাজঘরে ফিরে যান সৌম্য।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের সপ্তম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রংপুর রে'ঞ্জা'র্স ও কুমিল্লা ওয়া'রি'য়র্স।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই বি'প'দে পড়ে যায় কুমিল্লা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার ইয়াসির আলী। রংপুর রে'ঞ্জা'র্সের অধিনায়ক মোহাম্মদ নবীর করা বলটি ইয়াসিরের ব্যাটে লেগে স্ট্যাম্পে আ'ঘা'ত হানে। গোল্ডেন ডাকে ফেরেন কুমিল্লা ও'য়া'রি'য়র্সের ওপেনার ইয়াসির।

এরপর লংকান ক্রিকেটার ভানুকা রাজাপাকশের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান যোগ করতেই বি'প'দে পড়ে যান সৌম্য সরকার। ২৬ রান করে সৌম্য আ'উ'ট হওয়ার মাত্র ৮ বল ব্যবধানে সাজঘরে ফেরেন কুমিল্লার অন্য ওপেনার রাজাপাকশে।

সঞ্জিত সাহার অফ স্পিনে বি'ভ্রা'ন্ত হওয়ার আগে ১৩ বলে ১৫ রান করার সুযোগ পান ভানুকা রাজাপাকশে। এরপর নিয়মিত বিরতিতে সাজঘরে ফেরেন কুমিল্লার ব্যাটসম্যানরা। ১৩.৫ ওভারে ৮৬ রানে ৬ উইকেট প'ত'নের পর ব্যাটিং তা'ণ্ড'ব শুরু করেন অধিনায়ক সানাকা।

সানাকার ব্যাটিং তা'ণ্ড'বে রংপুর রে'ঞ্জা'র্সের বিপক্ষে ৭ উইকেটে ১৭৩ রানের স্কোর গড়ে পেলে কুমিল্লা ও'য়া'রি'য়'র্স। দলের হয়ে ইনিংসের শেষ দিকে ব্যাটিং তা'ণ্ড'ব চালিয়ে ৩১ বলে দৃষ্টি নন্দন ৯টি ছক্কা ও তিনটি চারের সাহায্যে অপরাজিত ৭৫ রান করেন কুমিল্লার অধিনায়ক দাসুন সানাকা।

১৭৩ রানের জবাবে ব্যাটে নেমে ছন্দ হারিয়ে ফেলে রংপুরের ব্যাটসম্যানরা। শেষ খবর হলো ৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫০ রান তুলেছে রংপুর। সেখানে ওভার প্রতি ১০ রানে ওপর প্রয়োজন সেখানে ৬ করে তুলতে গিয়ে ৫ উইকেট হা'রিয়ে ধুঁ'ক'ছে রংপুর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে