বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪২:০৩

রোহিত-কোহলিদের ব্যাটিং তা'ন্ডবে ২০ ওভারে ২ উইকেটে ২৪০ রান

রোহিত-কোহলিদের ব্যাটিং তা'ন্ডবে ২০ ওভারে ২ উইকেটে ২৪০ রান

স্পোর্টস ডেস্ক : টস জিতে ভারতকে প্রথমে ব্যাটে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে রুদ্র মূর্তি ধারণ করলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। শুরু থেকেই আ'ক্র'মণের রাস্তা নেন তাঁরা। 

১৮ ওভারে ভারতের রান ২ উইকেটে ২০৪। রোহিত ৩৪ বলে  ৭১ রান করেন। রোহিতের ইনিংসে সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। তাকে আউট করার পরে উইলিয়ামস ঠোঁটে আঙুল দিয়ে চুপ করানোর অঙ্গভঙ্গি করেন। কে এল রাহুল ৫৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৯১ রান করেন। 

তিন নম্বরে নামেন ঋষভ পান্থ। সুযোগের সদ্ব্যবহার এদিনও করতে পারলেন না তিনি। খাতা না খুলে ফিরে গেলেন পান্থ। এরপর ব্যাটে নেমে বিরাট-তান্ডব শুরু করেন অধিনায়ক কোহলি। ২৯ বলে ৪টি চার ও ৭টি ছক্কায় ৭০ রানে অপরাজিত ছিলেন।

বড় টার্গেটের জবাবে ব্যাটে নেমেছে ওয়েস্ট ইন্ডিস। দুই ওভার শেষে ১ উইকেটে তাদের সংগ্রহ ১৬ রান।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হায়দরাবাদে বিরাট কোহলির ব্যাটিং নেপূণ্যে জিতে নিয়েছিল ভারত। তিরুঅনন্তপুরমের দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ। সেই কারণে আজকের শেষ ম্যাচটিই মূলত সিরিজ নির্ধারণী ম্যাচ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে