বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫২:৫৯

বিশ্বকাপের পর থেকেই কেন ১৫৯ দিন চুপ ছিলেন, জানালেন মাশরাফি

বিশ্বকাপের পর থেকেই কেন ১৫৯ দিন চুপ ছিলেন, জানালেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ক্রিকেট থেকে যেন দূরে স'রে যান মাশরাফি বিন মুর্তজা। অব'সর ঘো'ষণার গু'ঞ্জন থাকলেও সেদিকে হাঁ'টেননি তিনি। বিসিবি তার বিদা'য়ী সিরিজের আয়োজন করতে চাইলে দুই মাস সময় চেয়ে নেন। ব্যস্ত ছিলেন রাজনৈতিক কাজে। কিন্তু ক্রিকেট নিয়ে একটি কথাাও বলেননি। প্রশ্ন করলে বলেছেন, 'ক্রিকেট নিয়ে কথা নয়'। তার ক্রিকেটে ফে'রা কিংবা অব'সরের দিনক্ষ'ণ নিয়ে সব ত'থ্য বিসিবি কর্মকর্তারাই বলেছেন গণমাধ্যমে। আজ দীর্ঘ ১৫৯ দিন পর বিপিএলে ফিরে সাংবাদিকদের মু'খোমু'খি হলেন দেশের সফলতম এই অধিনায়ক।

গত ৫ জুলাই বিশ্বকাপের শেষ ম্যাচে লর্ডসে পাকিস্তানের বিপ'ক্ষে সর্বশেষ মাঠে নে'মেছিলেন ম্যাশ। এতদিন পর আজ ১২ ডিসেম্বর বিপিএলের ম্যাচ দিয়ে ফি'রলেন ক্রিকেটে। এরপর ঢাকা প্লাটুনের অধিনায়ক হিসেবে আসলেন সংবাদ সম্মেলনে। দীর্ঘ ক্যারিয়ারের কারণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তার বন্ধুত্বটা দারুণ। সংবাদ সম্মেলনের বাইরে এমনকী অনুশীলনের ফাঁ'কেও অনেক সাংবাদিকের সঙ্গেই আ'ড্ডা দিতেন তিনি। তবে ১৫৯ দিন ক্রিকেট নিয়ে একটি কথাও বলেননি তিনি। অব'সরের জন্য নির্ধারিত দুই মাস পেরিয়ে গেলেও ম্যাশ স্পি'কটি ন'ট ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে এতদিন কথা না বলার কারণ ব্যখ্যা করে আজ বৃহস্পতিবার মাশরাফি বলেন, 'ভালো সম্পর্ক থাকা সব সময়ই ভালো। আপনারা আপনাদের পেশাগত কাজ করবেন, আমিও আমার খেলা খেলব। আপনাদের সঙ্গে আমার মনে হয় সব খেলোয়াড়েরই ভালো সম্পর্ক। পেশাগত দিক থেকে যখন প্রয়োজন পড়বে আপনাদের সামনে আসতেই হবে। বিশ্বকাপের পর আমি কোনো ধরনের ক্রিকেটে ছিলাম না যে আপনাদের সামনে এসে কথা বলব।'

আজ বল হাতে ততটা সুবিধা করতে না পারলেও ব্যাট হাতে দুটি ছক্কায় অব'দান রেখেছেন ম্যাশ। দীর্ঘ সময় পর ক্রিকেটে ফেরার অনু'ভূ'তি নিয়ে মাশরাফি বলেন, 'এতদিন পর নেমেছি। একটু দ্বি'ধা আছে। অনেক দিন পর নামলে যা হয় আর কি! দুই-তিন দিন যাওয়ার পর ঠিক হয়ে যাবে। ছোট-খা'টো চো'টাঘা'ত আছে। দুই-তিন মাস বাইরে থাকলে যেটা হয় আর কী। তিন-চার ম্যাচ খেললে হয়তো ঠিক হয়ে যাবে। পিঠে একটু ব্য'থা আছে। তবে এগুলো আগেও কা'টিয়ে উঠেছি। এবারও ঠিক হয়ে যাবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে